কলকাতা: মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) দেখে বোঝার জো নেই তাঁর বয়স ৪২। এই বয়সেও তিনি যে চেহারা ধরে রেখেছেন, তা তরুণদের মতো। কয়েকদিন পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি।বর্তমানে তিনি অবশ্য রয়েছেন জামনগরে। যেখানে চলছে মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেলিব্রেশন। দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা হাজির হয়েছেন অম্বানি পরিবারের এই আকর্ষণীয় সেলিব্রেশনে। মহেন্দ্র সিং ধোনি স্ত্রী সাক্ষীকে নিয়ে সেখানে গিয়েছেন। বিয়াল্লিশের ধোনি এখনও ভালো স্টুডেন্ট। তার প্রমাণ দিলেন জামনগরে। ঠিক কী ভাবে?
আসলে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে মহেন্দ্র সিং ধোনির ডান্ডিয়া নাচের ভিডিয়ো। সেখানে অবশ্য ধোনি একা ডান্ডিয়া খেলেননি, তাঁর সঙ্গে ডান্ডিয়ার আনন্দ উপভোগ করতে দেখা গিয়েছে তাঁর স্ত্রী সাক্ষী ধোনি ও ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ডোয়েন ব্র্যাভোকে। এক ভিডিয়োতে আবার দেখা গিয়েছে মুকেশ অম্বানির ছেলে আকাশ অম্বানি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ডান্ডিয়া খেলা শেখাচ্ছেন। যা দেখে অনেকেই আবার বলাবলি করছেন স্টাম্পিংয়ের মতোই দ্রুত ডান্ডিয়া শিখলেন ধোনি।
Ambani’s giving Dandiya class to MS Dhoni 🤣❤️https://t.co/KXqo4Cj1i9
— MAHIYANK™ (@Mahiyank_78) March 3, 2024
Dhoni, Sakshi, Bravo playing Dandiya at the Pre-Wedding of Anant Ambani. 👌
– A beautiful video…..!!!pic.twitter.com/dDUY3nppIb
— Johns. (@CricCrazyJohns) March 3, 2024
ডান্সফ্লোরে ডান্ডিয়া হাতে ধোনির ভিডিয়ো ঘুরছে মাহি ভক্তদের সোশ্যাল মিডিয়া সাইটে। জামনগরে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং সেলিব্রেশনে বলিউড ও তামিল সিনে দুনিয়ার একাধিক তারকার সঙ্গে দেখা হয়েছে মহেন্দ্র সিং ধোনির। সেই সকল ছবিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ১-৩ মার্চ অবধি চলছে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং সেলিব্রেশন। তারপর মহেন্দ্র সিং ধোনি যোগ দেবেন চেন্নাই সুপার কিংস শিবিরে। ২২ মার্চ এ বারের আইপিএলের প্রথম ম্যাচে মাঠে নামবেন ধোনি।
Picture of the day 👌
MS Dhoni & Ramcharan……..#MSDhoni𓃵 #RamCharan #AnantAmbani #RadhikaMerchant#AnantRadhikaWeddingpic.twitter.com/W9JU0AwW0i
— Anvar Khan (@anvarkhan63) March 3, 2024
We are the RRR 🤝💥
Ram Charan meets MS Dhoni ❤️@MSDhoni #MSDhoni #WhistlePodupic.twitter.com/UMJQb1WfZY— DHONIsm™ ❤️ (@DHONIism) March 3, 2024