Shreyas Iyer: শার্দূল যখন সাইদের শাসনে ব্যস্ত, নেটে নেমে পড়লেন শ্রেয়স

Mar 03, 2024 | 5:25 PM

Mumbai vs Tamil Nadu, Ranji Trophy 2024: দীর্ঘদিন পর রঞ্জি ট্রফিতে ফিরেছেন। মুম্বইয়ের প্রথম ইনিংসে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন শ্রেয়স আইয়ার। ছয় নম্বরে নেমেছিলেন। মাত্র ৩ রান করেই মাঠ ছেড়েছিলেন। সন্দীপ ওয়ারিয়র বোল্ড আউট করেন শ্রেয়সকে। নিশ্চিতভাবেই কষ্ট পেয়েছিলেন শ্রেয়স। গুরুত্বপূর্ণ ম্যাচে দুঃখ নিয়েই শ্রেয়স মাঠ ছাড়েন।

Shreyas Iyer: শার্দূল যখন সাইদের শাসনে ব্যস্ত, নেটে নেমে পড়লেন শ্রেয়স
Shreyas Iyer: শার্দূল যখন সাইদের শাসনে ব্যস্ত, নেটে নেমে পড়লেন শ্রেয়স
Image Credit source: X

Follow Us

কলকাতা: রোমাঞ্চে ভরপুর মুম্বই-তামিলনাড়ুর রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে নজর রেখেছেন? তা হলে জানানো ভালো, এই সেমিফাইনাল ম্যাচের মাঝে মাঠ ছেড়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চিন্তা করবেন না, চোট নিয়ে মাঠ ছাড়েননি তিনি। বিষয়টা একটু অন্যরকম। দীর্ঘদিন পর রঞ্জি ট্রফিতে ফিরেছেন শ্রেয়স আইয়ার। তামিলনাড়ুর বিরুদ্ধে মুম্বইয়ের প্রথম ইনিংসে শ্রেয়স আইয়ার চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। ছয় নম্বরে নেমেছিলেন। মাত্র ৩ রান করেই মাঠ ছাড়তে হয় তাঁকে। তামিলনাড়ুর সন্দীপ ওয়ারিয়র বোল্ড আউট করেন শ্রেয়সকে। নিশ্চিতভাবেই শ্রেয়স কষ্ট পেয়েছিলেন। গুরুত্বপূর্ণ ম্যাচে দুঃখ নিয়েই মাঠ ছাড়েন মুম্বইকর। তারপরই চলে যান মাঠ সংলগ্ন প্র্যাক্টিস নেটে। তারকা অলরাউন্ডার শার্দূল ঠাকুর যখন সাই কিশোরদের ব্যাট হাতে শাসনে ব্যস্ত, সেই সময় শ্রেয়স নেমে পড়েন ব্যাটিং অনুশীলনে।

সোশ্যাল মিডিয়ায় #ShreyasIyer ট্রেন্ডিং। ভাইরাল শ্রেয়স আইয়ারের নেটে ব্যাটিং অনুশীলনের ছবি। নেটিজ়েনরা বলছেন, ‘শ্রেয়সের নিষ্ঠা দেখার মতো। তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম ইনিংসে তাড়াতাড়ি আউট হওয়ার পর সময় নষ্ট না করে নেট প্র্যাক্টিসে নেমে পড়েছেন তিনি। আমরা আশাবাদী তিনি তাড়াতাড়ি ফর্ম ফিরে পাবেন।’

নেটমাধ্যম মারফত জানা গিয়েছে, মুম্বই-তামিলনাড়ুর সেমিফাইনাল ম্যাচের চা বিরতির সময় শ্রেয়স আইয়ার নেটে নেমে পড়েন। শ্রেয়স আইয়ার নেটে অনুশীলনের জন্য বেছে নিয়েছেন দু’জন থ্রো ডাউন স্পেশালিস্টকে। তাঁরা হলেন মুশির খান ও ধবল কুলকার্নি।

তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে ৯ উইকেট হারিয়ে ৩৫৩ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে অজিঙ্ক রাহানের মুম্বই। নেপথ্যে শার্দূল ঠাকুরের অনবদ্য শতরান। এবং মুশির খানের ৫৫ ও তনুষ কোটিয়ানের ৭৪ রানের অপরাজিত ইনিংস। ১০ নম্বরে নামা তনুষের সঙ্গে দ্বিতীয় দিনের শেষে ১৭ রানে অপরাজিত রয়েছেন তুষার দেশপান্ডে। আপাতত ২০৭ রানের লিড রয়েছে মুম্বইয়ের।

Next Article