কলকাতা: মুম্বই শিবিরে রয়েছে সবচেয়ে বেশি রঞ্জি ট্রফি। এ বারও মুম্বইয়ের কাছে সুযোগ থাকছে ভারতের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনালে ওঠার। জমে উঠেছে রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) মুম্বই বনাম তামিলনাড়ুর (Mumbai vs Tamil Nadu) সেমিফাইনাল। তামিলনাড়ুর ক্যাপ্টেন সাই কিশোরের ফাইফারের ফলে একটা সময় ধুঁকছিল অজিঙ্ক রাহানের মুম্বই। ১০৬-৭ থেকে মুম্বইকে লড়াইয়ে ফিরিয়ে আনেন অলরাউন্ডার শার্দূল ঠাকুর। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ-র মতো ক্রিকেটাররা রান পাননি। মুম্বইয়ের টপ অর্ডার দেখলে সরফরাজ খানের ভাই মুশির খান (৫৫) ছাড়া কারও ব্যাট চলেনি। সেখানে ৯ নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে প্রথম ইনিংসে মুম্বইকে অক্সিজেন দিয়েছেন শার্দূল।
প্রথম শ্রেণির ক্রিকেটে শার্দূল ঠাকুরের এটাই প্রথম সেঞ্চুরি। তামিলনাড়ুর বিরুদ্ধে সেমিফাইনালে ৮৯ বলে তিন অঙ্কের রানে পৌঁছে যান শার্দূল। অষ্টম উইকেটে শার্দূল প্রথমে জুটি বাঁধেন হার্দিক তোমারের সঙ্গে। তাঁদের ১০০ রানের পার্টনারশিপ ভাঙলে তনুষ কোটিয়ান আসেন শার্দূলকে সঙ্গ দিতে। ৮০.৫ ওভারে অজিত রামের বলে ৯০ মিটারের ছক্কা হাঁকিয়ে ৯৫ থেকে ১০১ রানে পৌঁছে যান শার্দূল ঠাকুর। এই সেঞ্চুরি পূরণ করার পথে ১২টি চার ও ৪টি ছয় মেরেছেন শার্দূল। তাঁর শতরান দেখে ডাগআউটে থাকা মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানেও উচ্ছ্বাসে মেতে ওঠেন।
Shardul Thakur gets to his century in style 🔥🔥
What a time to score your maiden first-class 💯
The celebrations say it all 👌👌@imShard | @IDFCFIRSTBank | #RanjiTrophy | #MUMvTN | #SF2
Follow the match ▶️ https://t.co/9tosMLk9TT pic.twitter.com/3RI9Sap6DO
— BCCI Domestic (@BCCIdomestic) March 3, 2024
সেমিফাইনালে ব্যাট হাতে তামিলনাড়ুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আগে মুম্বইের হয়ে বোলিং করার সময় ১৪ ওভার বল করে ২ উইকেট নিয়েছিলেন শার্দূল ঠাকুর। শেষ অবধি ১০৪ বলে ১০৯ রান করে মাঠ ছাড়েন লর্ড শার্দূল। আসন্ন আইপিএলে তিনিই হতে চলেছেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের এক্স ফ্যাক্টর।