MS Dhoni : বাড়িতেও খেলছেন ধোনি; প্রতিপক্ষ নয়, সঙ্গী প্রিয়জনেরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 24, 2023 | 2:10 PM

Watch Video : চেন্নাই সুপার কিংসকে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন বানানোর পর হাঁটুর অস্ত্রোপচার করান মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এখন মাহির রিকভারি সেশন চলছে।

MS Dhoni : বাড়িতেও খেলছেন ধোনি; প্রতিপক্ষ নয়, সঙ্গী প্রিয়জনেরা
MS Dhoni : বাড়িতেও খেলছেন ধোনি; প্রতিপক্ষ নয়, সঙ্গী প্রিয়জনেরা

Follow Us

রাঁচি : মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) রাঁচির ফার্ম হাউসের কথা কে না জানেন। রাঁচির রিং রোডে রয়েছে ধোনির ‘কৈশালপতি’ নামের ফার্ম হাউস। প্রতি বছর একটা লম্বা সময় সেখানেই কাটান ধোনি। ১৬তম আইপিএলে (IPL 2023) চেন্নাই সুপার কিংসকে (CSK) চ্যাম্পিয়ন বানানোর পর হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন ধোনি। তারপর শোনা গিয়েছিল রাঁচির ফার্ম হাউসেই রিকভারি সেশন কাটাচ্ছেন ধোনি। মাহি নিজে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন। কিন্তু কখনও তাঁর স্ত্রী সাক্ষী, কখনও আবার মেয়ে জিভা আর সর্বক্ষণ ধোনির ভক্তরা তাঁকে নিয়ে বিভিন্ন আপডেট শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সদ্য ইন্সটাগ্রামে সাক্ষী এক ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে রাঁচির ফার্ম হাউসে খেলছেন ধোনি। সঙ্গে রয়েছে মেয়ে জিভা। আর কে? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

রাঁচির ফার্ম হাউসে জিভার সঙ্গে খেলায় মেতে মাহি

মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ইন্সটাগ্রামে এক মিষ্টি ভিডিয়ো তুলে ধরেছেন। তাতে দেখা গিয়েছে, ধোনি এবং জিভা তাঁদের ফার্ম হাউসে খেলছেন। সঙ্গী তাঁদের পোষ্য কয়েকটি কুকুর। ধোনিকে দেখা যায় একটি বল তিনি ছুঁড়ে দিচ্ছেন তাঁর পোষ্যদের জন্য। আর তাঁর পোষ্যগুলি তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে সেই বলটি মুখে করে তুলে এনে রাখছিলেন ধোনির সামনে। ওই ভিডিয়োতে বাবার পাশে পাশে জিভাকে হাঁটতে দেখা গিয়েছে। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রচুর লাইক ও কমেন্টও পড়েছে এই ভিডিয়োতে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত সাক্ষীর শেয়ার করা ভিডিয়োটি দেখেছেন ৯ লক্ষ ২৪ হাজার মানুষ।

 

ধোনি যেহেতু এখন আইপিএলে ছাড়া আর খেলেন না, তাই এই সময়টা তিনি বাড়িতে কাটাতে পারছেন। ২০২৪ সালের আইপিএলে ধোনিকে খেলতে দেখা যাবে কিনা, তা নিয়ে রোজই চর্চা চলে ক্রিকেট মহলে। জোর আলোচনা হয় মাহি কবে আইপিএল থেকে অবসর নেবেন তা নিয়েও। এ বারের আইপিএলের পুরো মরসুম হাঁটুর চোট নিয়ে খেলেছিলেন ধোনি। তারপরও চেন্নাইকে পঞ্চম বার আইপিএল জিতিয়েছেন। আর আইপিএলের পর ধোনি জানিয়ে দেন, তাঁর হাতে এখনও অনেক সময় রয়েছে ভাবার জন্য যে, তিনি পরবর্তী আইপিএলে খেলবেন নাকি অবসর নেবেন।

Next Article