2023 ICC World Cup Qualifier : ২ ম্যাচে ১১ উইকেট! লঙ্কা স্পিনারের ঝাঁঝে পুড়বে বিশ্বকাপ?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 24, 2023 | 2:59 PM

Wanindu Hasaranga : গতবছর এশিয়া কাপে দারুণ ফর্মে ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। অলরাউন্ড পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে এশিয়া চ্যাম্পিয়ন করার পিছনে তাঁর বড় অবদান ছিল।

2023 ICC World Cup Qualifier : ২ ম্যাচে ১১ উইকেট! লঙ্কা স্পিনারের ঝাঁঝে পুড়বে বিশ্বকাপ?
Image Credit source: Twitter

Follow Us

বুলায়ো: দুরন্ত ফর্মে শ্রীলঙ্কার তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। জিম্বাবোয়েতে চলেছে আইসিসি ওডিআই বিশ্বকাপের বাছাইপর্ব। বছর শেষে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলতে নিজেদের উজাড় করে দিচ্ছেন হাসারাঙ্গারা। এখনও পর্যন্ত দুটি ম্যাচে খেলে ১১টি উইকেট তুলে নিয়েছেন (Sri Lanka)। ওমানের বিরুদ্ধে ৫ উইকেট নেন। আবার প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ঝুলিতে পোরেন ৬ উইকেট। আমিরশাহীর বিরুদ্ধে ব্যাট হাতে ২৩ রানও করেন। গতবছর এশিয়া কাপে দারুণ ফর্মে ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। অলরাউন্ড পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে এশিয়া চ্যাম্পিয়ন করার পিছনে তাঁর বড় অবদান ছিল। কোনও এক অজ্ঞাত কারণে আইপিএলে একেবারেই নিস্প্রভ ছিলেন। তবে জাতীয় দলের জার্সি গায়ে চড়াতেই বিপক্ষ দলের মাথাব্যথা হয়ে উঠেছে। অক্টোবর-নভেম্বর মাসের ওডিআই বিশ্বকাপে হাসারাঙ্গায় বিপদ দেখছে ক্রিকেট বিশ্ব। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনে অনেক মিল। তাছাড়া ভারতের মাটিতে হাসারাঙ্গার খেলার অভিজ্ঞতাও রয়েছে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন। এশিয়া কাপ ও বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠতে পারেন। তবে বিশ্বকাপ পর্যন্ত ঠিক একইভাবে বিধ্বংসী ফর্ম বজায় রাখতে পারেন। শ্রীলঙ্কার এই স্পিন অলরাউন্ডার জাতীয় দলের হয়ে ৪৩টি ওডিআই ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়ে ৫৬টি উইকেট রয়েছে তাঁর নামে।

শুক্রবার ওমানের বিরুদ্ধে ম্যাচ ছিল শ্রীলঙ্কার। ধারে ভারে শক্তিশালী শ্রীলঙ্কা ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে ওমানকে। প্রথম ব্যাটিং করে ৩০.২ ওভারে ৯৮ রানে গুটিয়ে যায় ওমান। পাঁচ খানা উইকেট একাই নেন হাসারাঙ্গা। স্বল্প রান তাড়া করতে বেগ পেতে হয়নি লঙ্কা দলকে। পাথুম নিশঙ্ক এবং দিমুথ করুণারত্নে ওপেনিং জুটি হাসতে হাসতে লঙ্কা টিমকে ম্যাচ জিতিয়ে দেয়। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ও আইসিসির প্রথম সারির ক্রিকেট টিম শ্রীলঙ্কা ওডিআই বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি। একইভাবে কোয়ালিফায়ার খেলে ওডিআই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করার লক্ষ্যে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।

Next Article