MS Dhoni Net Worth: ট্রফির ঝুলি পূর্ণ, মহেন্দ্র সিং ধোনির সম্পত্তির পরিমাণ কত!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 07, 2023 | 9:30 AM

Happy Birthday MS Dhoni: রিপোর্ট অনুযায়ী এনডোর্সমেন্ট থেকে বছরে প্রায় ৫০ কোটি আয় ধোনির। এর মধ্যে আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে চুক্তি, ম্যাচ ফি এবং নিজস্ব বিনিয়োগ থেকেও আয় রয়েছে।

MS Dhoni Net Worth: ট্রফির ঝুলি পূর্ণ, মহেন্দ্র সিং ধোনির সম্পত্তির পরিমাণ কত!
Image Credit source: twitter

Follow Us

আন্তর্জাতিক ক্রিকেটে প্রাক্তন হলেও, ক্রিকেটে প্রাক্তন নন। আইপিএলের ১৬তম সংস্করণে দাপিয়ে খেলেছেন। সবকিছু ঠিক থাকলে, আগামী বছরও আইপিএলে খেলতে দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে। আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএলে চোখ ধাঁধানো সাফল্য। উপার্জনের দিক থেকেও পিছিয়ে নেই মাহি। তাঁর সম্পত্তির পরিমাণ কেমন হতে পারে! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর প্রতিবেদনে।

টানা দু-বছর ঝাড়খণ্ডের সবচেয়ে বেশি আয় করদাতা ধোনি। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ২০০৮ সালে শুরু হয়েছে আইপিএল। উদ্বোধনী সংস্করণ থেকেই খেলছেন। অধিনায়ক হিসেবে তিনটি আইসিসি ট্রফি, আইপিএলে পাঁচ বার চ্যাম্পিয়ন। এ বার আশা যাক, ধোনির উপার্জনের দিকে।

ক্রিকেটীয় সাফল্য এবং উপার্জন তো রয়েইছে, সঙ্গে ধোনির ব্যক্তিগত বিনিয়োগও ভুললে চলবে না। সব মিলিয়ে প্রায় ৬২০কোটি বিনিয়োগ করেছেন ধোনি! এর মধ্যে বিভিন্ন স্পোর্টস লিগে যেমন হকি, ফুটবল এবং কবাডিতেও বিনিয়োগ রয়েছে। বেশ কিছু ফিটনেস ও স্পোর্টস সেন্টারের মালিক ধোনি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ধোনির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২৭ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১০৪০ কোটি টাকা।

রিয়াল এস্টেট মার্কেটেও ধোনির বড় বিনিয়োগ রয়েছে। তাঁর নিজস্ব একটি ম্যানসন রয়েছে। ধোনি যেখানে থাকেন, বিশাল এলাকা নিয়ে সেই ম্যানসন। তাঁর বাইক এবং গাড়ির সংগ্রহ তাক লাগিয়ে দেওয়ার মতোই। ফেরারি, হ্যামার, ল্যান্ড রোভার, অডি, কী গাড়ি নেই! বাইকের প্রতি তাঁর আলাদা আবেগ রয়েছে। মাহির সংগ্রহে বিভিন্ন ধরনের বাইক রয়েছে। সাংবাদিক সম্মেলনেও এর উদাহরণ টেনেছিলেন মহেন্দ্র সিং ধোনি। রিপোর্ট অনুযায়ী এনডোর্সমেন্ট থেকে বছরে প্রায় ৫০ কোটি আয় ধোনির। এর মধ্যে আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে চুক্তি, ম্যাচ ফি এবং নিজস্ব বিনিয়োগ থেকেও আয় রয়েছে।

Next Article