কলকাতা : সোশ্যাল মিডিয়ায় একেবারেই অ্যাক্টিভ নন তিনি। মাসে দশে একবার মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ইনস্টাগ্রাম জেগে ওঠে। ২১ সপ্তাহ পর ফের ইনস্টা পোস্ট দেখা গেল মাহির। ৮ জুলাই, অর্থাৎ ৪২তম জন্মদিনের পরদিন। ৪২তম জন্মদিনটা কীভাবে কাটালেন, শুক্রবার তা জানা যায়নি। কারণ সাক্ষী বা জিভার ইনস্টা অ্যাকাউন্টে কোনও ঝলক মেলেনি। তবে এ বারের জন্মদিনে অনুরাগীদের বড় চমক দিলেন স্বয়ং ধোনি। জন্মদিনটা কীভাবে কাটিয়েছেন তা নিজেই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। দেখা যাচ্ছে তিন, চারটি পোষ্যের সঙ্গে জন্মদিনের কেক কাটছেন মাহি। কেক কেটে খাইয়ে দিলেন পোষ্যদের, নিজেও খেলেন। আবার দুষ্টুমি করলে মৃদু ধমকও দিলেন। পোষ্যদের সঙ্গে ধোনির এই দুষ্টুমিষ্টি ভিডিয়ো দেখে মন গলে গিয়েছে নেটিজেনদের। একইসঙ্গে জন্মদিনের শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন ক্যাপ্টেন কুল। ৮ জুলাই দেশের আরও এক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। তবে মাহির ইনস্টা পোস্ট যেন সব লাইমলাইট কেড়ে নিল। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
৭ জুলাই ছিল ৪২ বছরে পা রেখেছেন ধোনি। নেটমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়ে হাজার হাজার পোস্ট। দিনটি মহেন্দ্র সিং ধোনির অনুরাগীদের কাছে উৎসবের চেয়ে কিছু কম নয়। শুভেচ্ছা জানিয়েছেন ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কেএল রাহুল, সুরেশ রায়নারা। মোটামুটি সকলেই শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেরিয়ারের বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে মহেন্দ্র সিং ধোনি তাঁদের কীভাবে অনুপ্রাণিত করেছেন তা জানিয়েছেন। বিসিসিআই, আইসিসি, চেন্নাই সুপার কিং-সহ আইপিএলের দলগুলি পক্ষ থেকে মাহিকে শুভেচ্ছা জানানো হয়। তাঁর লাখো অনুরাগীরা তো রয়েছেনই। তাঁদের সকলকে ইনস্টাগ্রামে ধন্যবাদ জানালেন কিংবদন্তি। লিখেছেন, “তোমাদের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। জন্মদিনে কী কী করলাম তারই একটা ঝলক রইল।”
জন্মদিনে রাঁচির ফার্মহাউসে পরিবার ও পোষ্যদের সঙ্গে দিনটি দারুণভাবে উপভোগ করেছেন চল্লিশোর্ধ্ব ধোনি। ভিডিয়োতে দেখা গিয়েছে তারই ঝলক। কালো টি শার্ট ও ট্রাউজারে বরাবরের মতোই কুল ধোনি। মোমবাতিতে ফুঁ দিয়ে একটি ছোট্ট টেবলে রাখা কেক টুকরো টুকরো কাটলেন। এরপর পোষ্যদের দিকে টুকরোগুলো ছুঁড়ে দিতে দেখা গেল তাঁকে। নিজেও এক দু টুকরো মুখে পুরলেন। ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে গুডবাই সিনেমার গান, ‘ইয়ে তসবীর হ্যায় খোয়াবো কে…।’