নয়াদিল্লি: সবরমতীর পাড়ে ভারতের সামনে থেকে বিশ্বকাপ (ICC World Cup) ছিনিয়ে নিয়ে গেল অস্ট্রেলিয়া। অবশ্য তা এক্কেবারে সামনে থেকে দেখলেন না ভারতকে শেষ বিশ্বকাপ জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১১ সালে শেষ বার ওডিআই বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর এক যুগ ধরে ভারত বিশ্বজয়ের অপেক্ষায় ছিলেন। কোটি কোটি দেশবাসী আশায় বুক বেঁধেছিলেন, রোহিত শর্মার হাত ধরে বিশ্বকাপ আসবে দেশে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল দেখতে আসার জন্য আইসিসির পক্ষ থেকে অতীতের বিশ্বজয়ী অধিনায়কদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বিশ্বকাপ ফাইনাল দেখতে মাঠে যাননি ভারতের বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তিনি ছিলেন নৈনিতালে। অবশ্য নজর রেখেছিলেন ফাইনালে। কিন্তু ফ্যামিলি ম্যান ধোনি বিশ্বকাপের থেকে এগিয়ে রাখলেন স্ত্রী সাক্ষীকে। সোশ্যাল মিডিয়ায় ধোনির সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁর স্ত্রী সাক্ষীর জন্মদিন পালনের জন্য সপরিবারে নৈনিতালে গিয়েছেন। ১৯ নভেম্বর ছিল সাক্ষীর জন্মদিন। সোশ্যাল মিডিয়া সাইটে ধোনির বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে পরিবারের সদস্য ও বন্ধু বান্ধবদের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল দেখছিলেন মহেন্দ্র সিং ধোনি।
এ ছাড়াও অপর এক ভিডিয়োতে দেখা যায় সাক্ষী যখন জন্মদিনের কেক কাটছিলেন, সেই সময় তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন ধোনি। সামনেই ছিলেন তাঁদের মেয়ে জিভাও। হাসিমুখে সাক্ষীর কেক কাটার সময় হাততালি দিতে থাকেন ধোনি।
Glimpses from Sakshi Dhoni’s Birthday Celebration with Mahi and Ziva !! 💗🥳#MSDhoni | #WhistlePodu | @SaakshiSRawat
📹 via @PriyanshuChopra pic.twitter.com/YnsSMK32CA— TEAM MS DHONI #Dhoni (@imDhoni_fc) November 19, 2023
নৈনিতালে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ধোনিকে অবশ্য একাধিক ভক্তদের সঙ্গে সেলফি তোলা ও অটোগ্রাফ দেওয়ার আবদার মেটাতে হচ্ছে। নেটদুনিয়ায় ছড়িয়েছে সেই সব ছবিও।
We had the legend #MsDhoni with us @Abbotsford1876 for the World Cup Finals. 🙌🎊🥳 #nainital pic.twitter.com/c6Kpqn0kfn
— Janhavi Prasada | जाह्नवी प्रसाद (@jprasada) November 20, 2023
MS Dhoni enjoying his time in Uttarakhand with his Family 💛#MSDhoni #Dhoni pic.twitter.com/yRgqNaFdqD
— Dhoni Raina Team (@dhoniraina_team) November 20, 2023