মুম্বই: ফের নজির মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)। নতুন এক মাইলস্টোন স্পর্শ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) প্রাক্তন অধিনায়কের। কয়েক দিন আগেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছিলেন ধোনি। এ বার কুড়ি ওভারের ফরম্যাটে ৩৫০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মাহি। ভারতীয়দের মধ্যে ৩৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড ছিল একমাত্র রোহিত শর্মার দখলে। এ বার সেই তালিকায় ঢুকে পড়লেন ধোনিও। এখনও পর্যন্ত ৩৭২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। এ বারের আইপিএল (IPL 2022) অভিযানটা মোটেই ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের। চলতি আইপিএলে হারের হ্যাটট্রিক সিএসকের। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারে চেন্নাই। পরের ম্যাচে লখনউয়ের কাছে হারেন ধোনিরা। রবিবার পঞ্জাবের কাছেও ধরাসায়ী সিএসকে। আইপিএলের প্রথম ম্যাচেই হাফসেঞ্চুরি করেছিলেন ধোনি।
লখনউয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৬ ম্যাচে ১৬ রান করেন সিএসকের প্রাক্তন অধিনায়ক। রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমে ৩৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলস্টোন স্পর্শ করেন। যদিও ম্যাচে পারফর্ম করতে ব্যর্থ হন ধোনি। ব্যাটে সে রকম রানও পাননি তিনি। সম্প্রতি চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সি ছেড়েছেন। রবীন্দ্র জাডেজার হাতে নেতৃত্বের ভার তুলে দিয়েছেন ধোনি।
ভারতীয়দের মধ্যে রোহিত আর ধোনির পর সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সুরেশ রায়না (৩৩৬)। এর পরে আছেন দীনেশ কার্তিক (৩২৯)। এখনও পর্যন্ত ৩২৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। শিখর ধাওয়ান এখনও অবধি খেলেছেন ৩০৬ ম্যাচ।
রবিরাতে দস্তানা হাতে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ফের দেখা গেল পুরনো মাহিকে। একাধিক বার দুরন্ত গতিতে স্টাম্পিং করে বহু ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন মাহি। ঠিক তেমন ভাবেই রবিরাতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাহি-ম্যাজিক দেখা গেল। পঞ্জাবের দ্বিতীয় ওভারে ধোনি রান আউট করেন ভানুকা রাজাপক্ষকে। ক্রিস জর্ডানের বলে ডিফেন্স করেই রান নেওয়ার জন্য দৌড়তে শুরু করেন রাজাপক্ষ। কিন্তু নন-স্ট্রাইকার শিখর ধাওয়ান তাঁকে ক্রিজে ফেরত যেতে বলেন অর্ধেক রাস্তা থেকেই। ঠিক সেই মুহূর্তে জর্জন বল ধরে ধোনির দিকে ছুঁড়ে দেন। বিন্দুমাত্র দেরি না করে ধোনি ডাইভ দিয়ে সেই বল ছুইয়ে দেন স্টাম্পে। ৫ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় রাজাপক্ষকে।
আরও পড়ুন: IPL 2022: দুর্ঘটনায় ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন বৈভব