IPL 2022: দুর্ঘটনায় ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন বৈভব
রাগে গজগজ করতে কোচকে বৈভব বলে, 'যে কোনও একটা বেসরকারি কাজ দেখে দিন আমাকে। ক্রিকেট আমার দ্বারা হবে না।' বৈভবের কোচ রবি তখন বলেন, 'হাতে পরাজিত লিখে একটা ট্যাটু করিয়ে নাও। আমাকে আর কখনও ফোন করো না।'
মুম্বই: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে আইপিএলে (IPL 2022) দুরন্ত বোলিং করে শোরগোল ফেলে দিয়েছেন বৈভব আরোরা (Vaibhav Arora)। পঞ্জাবের দুরন্ত বোলিংয়ে ছারখার হয়ে যায় চেন্নাই সুপার কিংস। ৫৪ রানে হারেন ধোনি-জাডেজারা। আর পঞ্জাব কিংসের ম্যাচ জয়ের প্রধান কারিগর পেসার বৈভব আরোরা। পাওয়ার প্লে-তেই রবিন উথাপ্পা আর মইন আলির উইকেট নিয়ে চেন্নাইয়ের টপ অর্ডার শুরুতেই গুড়িয়ে দেন এই ডান হাতি পেসার। কিন্তু কে এই বৈভব আরোরা? কোথা থেকেই বা তার উত্থান? ফিরে যেতে ৫ বছর আগের এক ঘটনায়। পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের ফাস্ট বোলিং ক্যাম্প থেকে উঠে আসেন বৈভব। ২০১৭ সালে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা ফাস্ট বোলিং ক্যাম্প হয়। আইএস বিন্দ্রা ক্রিকেট স্টেডিয়ামের বাইরেই এক দুর্ঘটনার সম্মুখীন হন বৈভব আরোরা। শুধু বৈভব একা নন, তার সঙ্গে আরও এক ক্রিকেটারেরও দুর্ঘটনা হয়। আর এই দুই ক্রিকেটারই এখন পঞ্জাবের পেস অ্যাটাকের অন্যতম ভরসা হয়ে উঠেছেন।
রবিন উথাপ্পার শট আর্শদীপ সিং লুফতেই বাচ্চাদের মতো আনন্দে আত্মহারা হয়ে ওঠেন আর্শদীপ। বৈভবের চেয়েও বেশি আনন্দ করতে দেখা যায় আর্শদীপকে। কিন্তু কেন? আসলে পঞ্জাবের ক্রিকেট স্টেডিয়ামের বাইরে ওই দুর্ঘটনায় বৈভব আরোরার সঙ্গে ছিলেন আর্শদীপও। দু’জনেই কনুই আর হাঁটুতে চোট পান। ক্রিকেট কেরিয়ারে আচমকাই নেমে আসে অন্ধকার। দুই প্রতিশ্রুতিমান ক্রিকেটারের জীবন ঘিরে তৈরি হয় সংশয়।
হাসপাতাল থেকে বৈভবের বাড়িতে ফোন যায়। উদ্বেগ ছড়িয়ে পড়ে আরোরা পরিবারে। খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন বৈভব। কিন্তু তাঁর ছোটবেলার কোচ রবি বর্মার পরামর্শ আর ভোকাল টনিকেই ঘুরে দাঁড়ায় বৈভবের জীবন। সেই ঘটনা প্রসঙ্গে রবি বলেন, ‘বৈভব তখন খেলা ছেড়ে দিতে চেয়েছিল। আমি ওর এই সিদ্ধান্ত দেখে অবাক হয়ে যাই। ওকে তখন বলি, তুমি হাঁটুতে চোট পেয়েছ। মাথায় নয়। ওর পরিবারও তখন আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন ওর বাবার সঙ্গে কথা বলি। তাঁকে আশ্বস্ত করে বলি, ২ বছরের আমাকে দিতে। একটা পয়সাও দিতে হবে না। আমি বৈভবের দেখভাল করব।’
২০১৮ সালে হিমাচলপ্রদেশে বৈভবকে পাঠান রবি। বাইরের ছেলে হওয়ায় শুরুতেই হিমাচলের দলে খেলার সুযোগ পাননি বৈভব। এরপরই জেলার একটা ম্যাচে বৈভবের বলে সাতটা ক্যাচ মিস হয়। রাগে গজগজ করতে কোচকে বৈভব বলে, ‘যে কোনও একটা বেসরকারি কাজ দেখে দিন আমাকে। ক্রিকেট আমার দ্বারা হবে না।’ বৈভবের কোচ রবি তখন বলেন, ‘হাতে পরাজিত লিখে একটা ট্যাটু করিয়ে নাও। আমাকে আর কখনও ফোন করো না।’
এরপরই জীবনে আসে নতুন মোড়। হিমাচল প্রদেশের অনূর্ধ্ব-২৩ দলে সুযোগ আসে বৈভবের। আর সেই অনূর্ধ্ব-২৩ একদিনের ম্যাচ থেকেই বদলে যায় বৈভবের জীবন। ৯ ম্যাচে ২৬ উইকেট নেন তিনি। পরের বছর রঞ্জি দলে সুযোগ পান। আর সেখানে সৌরাষ্ট্রের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই ৯ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন। চেতেশ্বর পূজারার মিডল স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন। এরপরই নজরে আসেন। কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালসে ট্রায়াল দিতে থাকেন। ২০২০ আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন। তবে ছোটবেলার সেই বন্ধু আর্শদীপ পঞ্জাবে নেট বোলার হিসেবে বৈভবকে সই করাতে সাহায্য করেন। আর পঞ্জাবের নেটে কেএল রাহুল, ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল, মায়াঙ্ক আগারওয়ালদের বল করেই আত্মবিশ্বাস বাড়তে থাকে বৈভবের। দলের কোচ অনিল কুম্বলের নজরে চলে আসেন। ২ কোটি টাকা দিয়ে আইপিএলের নিলামে এই পেসারকে এরপর দলে নেয় পঞ্জাব কিংস।
আরও পড়ুন: IPL 2022 Purple Cap: ছবিতে দেখুন, পার্পল ক্যাপের লড়াইয়ে প্রথম ৫-এ কোন ক্রিকেটাররা