Bangla News » Photo gallery » IPL Points Table 2022 Standings ranking Purple Cap list in Bengali after Chennai Super Kings vs Punjab Kings in Bengali 4th April 2022
IPL 2022 Purple Cap: ছবিতে দেখুন, পার্পল ক্যাপের লড়াইয়ে প্রথম ৫-এ কোন ক্রিকেটাররা
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Apr 04, 2022 | 1:58 PM
চলতি মরসুমে এখনও অবধি ১১টি আইপিএলের (IPL) ম্যাচ হয়েছে। রবিবার দুই কিংসের লড়াই ছিল। তাতে ৫৪ রানে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। এবং ওই ম্যাচে ৪ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন রাহুল চাহার। এবং তিনি ঢুকে পড়েছেন আইপিএলের পার্পল ক্যাপের দৌড়ে। আইপিএলের প্রত্যেক মরসুমেই সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে থাকেন পার্পল ক্যাপ (Purple Cap)। রবিবার কেকেআরের ম্যাচ ছিল না। কিন্তু তাও পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষস্থানে ধরে রেখেছেন কেকেআরের উমেশ যাদব। এক নজরে ছবিতে দেখে নিন কোন প্লেয়াররা এই পার্পল ক্যাপের লড়াইয়ে এগিয়ে রয়েছেন...
Apr 04, 2022 | 1:58 PM
এখনও পর্যন্ত হওয়া আইপিএলের ১১টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব (Umesh Yadav)। তিনি ৩টি ম্যাচে ৮টি উইকেট পেয়েছেন। এবং সেই ৩টি ম্যাচে ১২ ওভার বল করার বিনিময়ে ৫৯ রান দিয়েছেন উমেশ। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
1 / 5
বেগুনি টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পঞ্জাব কিংসের রাহুল চাহার (Rahul Chahar)। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন রাহুল। এবং এখনও অবধি আইপিএলের ৩টি ম্যাচে ১২ ওভার বল করে ৬০ রান দিয়ে নিয়েছেন ৬টি উইকেট। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
2 / 5
এই তালিকায় তিন নম্বরে নেমে গিয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তিনি ২টি ম্যাচে ৮ ওভার বল করে নিয়েছেন মোট ৫টি উইকেট। এবং খরচ করেছেন ৪৮ রান। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
3 / 5
পার্পল ক্যাপের লড়াইয়ে চার নম্বরে রয়েছেন গুজরাত টাইটান্সের মহম্মদ সামি (Mohammed Shami)। তিনি এখনও অবধি আইপিএলের দুটি ম্যাচে খেলে ৫ উইকেট নিয়েছেন। ৮ ওভার বল করে দিয়েছেন ৫৫ রান। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
4 / 5
এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন কেকেআরের টিম সাউদি (Tim Southee)। ২টি ম্যাচে খেলে ৫টি উইকেট নিয়েছেন সাউদি। এবং ৮ ওভার বল করে ৫৬ রান খরচ করেছেন সাউদি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)