MS Dhoni: এবিডির রেকর্ডে থাবা, তৃতীয় ভারতীয় হিসেবে বড় IPL মাইলস্টোন ধোনির
CSK, IPL 2024: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের (IPL) ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ওই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি এই মাইলস্টোন স্পর্শ করেছেন। শুভমন গিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শুক্র-রাতে আট নম্বরে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
কলকাতা: মহেন্দ্র সিং ধোনির নতুন মাইলস্টোন, এই কথাটা শুনলেই মাহিভক্তদের মনটা ভালো হয়ে যায়। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের (IPL) ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ওই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি এই মাইলস্টোন স্পর্শ করেছেন। শুভমন গিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শুক্র-রাতে আট নম্বরে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তিনি ১১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাতে ছিল ১টি চার ও ৩টি ছয়। সেই সুবাদেই মাহি গড়েছেন এক মাইলস্টোন।
আমেদাবাদে কোন রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি?
প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সের রেকর্ডে ভাগ বসিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এতদিন এবিডির নামে আইপিএলে ছিল ২১৫টি ছয়। তা এ বার স্পর্শ করে ফেললেন মাহি। আইপিএলের ইতিহাসে সর্বাধিক ছয়ের রেকর্ড রয়েছে ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইলের। তাঁর ব্যাটে আইপিএলে এসেছে ৩৫৭টি ছয়। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে রোহিত শর্মা (২৭৬টি ছয়) ও বিরাট কোহলি (২৬৪টি ছয়)। এই তালিকায় চতুর্থ স্থানে এতদিন ছিলেন এবি ডি ভিলিয়ার্স। তাঁর ঝুলিতে রয়েছে ২৫১টি ছয়। এই তালিকার চতুর্থ স্থানে যুগ্মভাবে এ বার রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (২৫১টি ছয়)।
তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে ২৫০-র বেশি ছয় মারার রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি। অবশ্য মাহির রেকর্ডের দিন জিততে পারেনি চেন্নাই। সিএসকের বিরুদ্ধে শুভমন গিল ও সাই সুদর্শন দু’জনই সেঞ্চুরি করেন। সেই সুবাদে ৩ উইকেটে গুজরাট ২৩১ রান তোলে। জবাবে ৮ উইকেটে ১৯৬ রান তুলে থেমে যায় সিএসকে। যার ফলে ৩৫ রানে ম্যাচ জিতে নেয় গুজরাট টাইটান্স।
𝗠𝗶𝗹𝗲𝘀𝘁𝗼𝗻𝗲 𝗨𝗻𝗹𝗼𝗰𝗸𝗲𝗱 🔓
MS Dhoni completes 2️⃣5️⃣0️⃣ sixes in the IPL 👏
Scorecard ▶️ https://t.co/PBZfdYswwj#TATAIPL | #GTvCSK pic.twitter.com/gNUGS0Jhs8
— IndianPremierLeague (@IPL) May 10, 2024