MS Dhoni: ধোনির পাঠশালায় বিশ্বকাপজয়ীরা, মেয়েদের টিপস দিলেন মাহি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 24, 2023 | 9:02 AM

ক্রিকেট নামক খেলাটিতে তাঁর ক্ষুরধার মস্তিষ্কের জন্য পরিচিত মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটকে 'ব্রেন গেম' তৈরি করেছিলেন তিনিই।

MS Dhoni: ধোনির পাঠশালায় বিশ্বকাপজয়ীরা, মেয়েদের টিপস দিলেন মাহি
Image Credit source: Twitter

Follow Us

রাঁচি: দক্ষিণ আফ্রিকার মাটি থেকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে অনূর্ধ্ব ১৯ মেয়েদের ক্রিকেট টিম (U 19 Women’s Cricket Team)। ঠিক যেমনটা ঘটেছিল ২০০৭ সালে। এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই প্রথম টি-২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা দলের সঙ্গে সাক্ষাৎ হল জোড়া বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)। মেয়েদের কী বললেন ধোনি? অভিজ্ঞতায় ভরপুর এই ক্রিকেটার তাঁর ঝুলি থেকে কোন ‘অস্ত্র’ বের করে দিলেন দেশের ছোটদের? বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।

মেয়েদের টিমের সঙ্গে ধোনির একটি ইন্টারেক্টিভ প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। যার নাম দেওয়া হয় “ক্রিকেট ক্লিনিক: MSD”। এই কর্মশালায় ক্রিকেটে অগাধ অভিজ্ঞতার অধিকারী মহেন্দ্র সিং ধোনি অনূর্ধ্ব-১৯ মহিলা খেলোয়াড়দের ফিটনেস, গেম প্ল্যান তৈরি করা, চাপের মধ্যে আরও ভাল খেলা সহ অনেক গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন। অনূর্ধ্ব-১৯ মহিলা খেলোয়াড়দের সঙ্গে কথা বলার সময় ধোনি এই ধরনের কর্মশালাকে স্বাগত জানিয়ে বলেন, “ভারত সবসময়ই ক্রিকেটের পাওয়ার হাউস। বর্তমানে ভারতের মহিলা ক্রিকেট দল নয়া যুগের সূচনা করেছে। সর্বদা বিশ্বাস করি যে ভারতের মহিলা ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। যখনই এই ধরণের কর্মশালায় তরুণ খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতা করি, তখন বিশ্বাস আরও গভীর হয়ে যায়

ধোনির সঙ্গে আলাপচারিতার এবং তাঁর কাছ থেকে টিপস নেওয়ার পর অনূর্ধ্ব ১৯ মহিলা দলের ক্রিকেটারদেরও ভীষণ উত্তেজিত দেখাচ্ছিল। অনুষ্ঠান শেষে মাহি তাঁদেরকে তার সই করা একটি ব্যাট উপহার দেন। খেলোয়াড়দের সঙ্গে সেলফিও তুলেছেন, ফোটোসেশনও করেছেন ধোনি। “ক্রিকেট ক্লিনিক: এমএসডি”-এর উদ্দেশ্য ছিল যুব মহিলা ক্রিকেটারদের সঙ্গে এই খেলার রোল মডেল মহেন্দ্র সিং ধোনির বিশাল অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য একটি বড় প্ল্যাটফর্ম দেওয়া। আশা করা যায় সেই উদ্দেশ্য সর্বোতভাবে সফল হয়েছে।

Next Article