কলকাতা: এমন একটা দিন যে আসবে তার জন্য তৈরিই ছিলেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অনুরাগীরা। কবে, তা কেউ জানে না। হুট করেই হয়তো একদিন ঘোষণা করে দেবেন। আশঙ্কার দোলাচলে ফ্যানরা। যেমনটা ঘটল শুক্রবার রাতে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর সঞ্চালক হর্ষ ভোগলের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন (IPL 2023)। বলে দিলেন, “এটাই আমার কেরিয়ারের শেষ ধাপ। কতদিন খেলব, জানি না। সময়টাকে উপভোগ করছি।” ধোনির ওই দুটো বাক্যে শোরগোল পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়। অবসরের দিকে এক পা এগিয়েই রেখেছেন চল্লিশোর্ধ্ব মাহি। তাহলে কি আইপিএলে ধোনির এটাই শেষ মরসুম? কথায় কথায় তারই ইঙ্গিত দিয়ে রাখলেন ক্যাপ্টেন কুল? বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
দুর্দান্ত ফিটনেস থেকে চাপের মুখে তাঁর ব্যাটিং দক্ষতা, স্টাম্পের পিছনে ক্ষিপ্রতা, কে বলবে ধোনির বয়স ৪১ বছরের। দেশের যে কোনও প্রান্তে গিয়ে গ্যালারি থেকে ভালোবাসা কুড়িয়ে নিচ্ছেন। ‘বয়স যে শুধুই সংখ্যামাত্র’ এই বহুল ব্যবহৃত কথাটিকে সত্যি বলে প্রমাণ করেছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচটিকেই ধরা যাক। বিদ্যুৎ গতিতে স্টাম্প আউট করলেন মায়াঙ্ক আগরওয়ালকে। বিপক্ষের ক্যাপ্টেন এডেন মার্করামের দুরন্ত ক্যাচ নিলেন। নিজেই এক আস্ত ক্রিকেটের স্কুল। ম্যাচ শেষ হতেই তাঁকে ঘিরে দাঁড়িয়ে পড়েন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ক্রিকেটাররা। দেশের ক্রিকেট ভবিষ্যতদের কাছে নিজের অভিজ্ঞতা উজাড় করে দেন ধোনি।
চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে ঘরের মাঠে অবসর নেবেন। এই ঘোষণা আগেই করে রেখেছেন। তাই ২০২৩ আইপিএলে সিএসকে প্রতিটি ম্যাচেই হাউসফুল। ধোনিকে শেষবার খেলতে দেখার সুযোগ কেউ ছাড়তে চাইছেন না। প্রতিটি ম্যাচেই ফ্যানদের প্রত্যাশা বাড়িয়ে দিচ্ছেন। শেষবারের মতো সিএসকের হাতে ট্রফি তুলে দিয়ে যেতে চান। চেন্নাই ছুটছে দুর্বার গতিতে, ধোনিও। অবসরের ইঙ্গিত দিয়ে অনুরাগীদের মন ভেঙে দিয়েছেন। এ বার ইডেন জয় করতে আসছেন তিনি। রবিবাসরীয় তিলোত্তমায় কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস। বাইশ গজকে পুরোপুরিভাবে বিদায় জানানোর আগে ভারতীয় ক্রিকেটের মহীরূহকে শেষবারের মতো চাক্ষুষ করতে চায় এ শহর।