MS Dhoni Record: টি-টোয়েন্টিতে ছয় মারার রেকর্ড, বিরাট-রোহিতের পাশে ৪৩-এর ধোনি
IPL 2025, CSK vs RR: নিজে থেকে এখনও অবসর নিয়ে কিছু বলেননি। এর মাঝেই ছয় মারার নতুন রেকর্ড গড়লেন ধোনি। প্রয়োজন ছিল মাত্র একটি। রাজস্থানের বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমে মাইলফলকে পৌঁছতে খুব বেশি সময় নেননি। চতুর্থ ভারতীয় হিসেবে রেকর্ড।

মহেন্দ্র সিং ধোনি এবং বড় শট। এর সম্পর্ক কারও অজানা নয়। আন্তর্জাতিক ক্রিকেটেও যেমন চার ছয়ের ফুলঝুরি দেখা গিয়েছে, তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চেও। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বহু বছর। আইপিএলে চুটিয়ে খেলছেন। ৪৩-এর ধোনির এটিই শেষ আইপিএল কি না, এখনই নিশ্চিত করে বলা যাবে না। কারণ, তিনি নিজে থেকে এখনও অবসর নিয়ে কিছু বলেননি। এর মাঝেই ছয় মারার নতুন রেকর্ড গড়লেন ধোনি। প্রয়োজন ছিল মাত্র একটি। রাজস্থানের বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমে মাইলফলকে পৌঁছতে খুব বেশি সময় নেননি।
ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫০ কিংবা তার বেশি ছয় মারার রেকর্ড ছিল রোহিত শর্মা, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে এই তালিকায় যোগ হল মহেন্দ্র সিং ধোনির নাম। এ দিন রিয়ান পরাগের বোলিংয়ে এই কীর্তি। বোলারের মাথার উপ দিয়ে স্ট্রেট বাউন্ডারিতে ছয় মারেন ধোনি। টি-টোয়েন্টি কেরিয়ারে ৩৫০ নম্বর ছয়।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছয় মারার নিরিখে ভারতীয়দের মধ্যে তালিকায় শীর্ষে রয়েছেন হিটম্যান রোহিত শর্মা। এখনও অবধি টি-টোয়েন্টিতে মোট ৫৪২টি ছয় মেরেছেন রোহিত। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি ৪৩৪টি ছয় মেরেছেন। তৃতীয় স্থানে সূর্যকুমার যাদব (৩৬৮)। এদিন যোগ দিলেন ধোনি। সংখ্যাগুলো আরও বাড়বে। কারণ চেন্নাইয়ের আরও এক ম্যাচ বাকি। তেমনই বিরাট-রোহিত-স্কাইদেরও ম্যাচ রয়েছে।
MSD = Brute force + ice-cold finishing 💛
The GOAT finisher strikes again!
Watch the LIVE action in BHOJPURI➡ https://t.co/OqaJvUTWoQ #IPLOnJioStar 👉 #CSKvRR | LIVE NOW on Star Sports Network & JioHotstar pic.twitter.com/0qezE99IEh
— Star Sports (@StarSportsIndia) May 20, 2025
