Image Credit source: X
সাফল্যের সঙ্গে ব্যর্থতাও থাকবে, এটাই স্বাভাবিক। ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের ক্ষেত্রেও তা নতুন নয়। কেউ বা ট্রফি জিতিয়েছেন, কেউ বা সম্মান। কেউ আবার বিদেশের মাটিতে খেলার সাহস জুগিয়েছেন। প্রত্যেকেরই ভারতীয় ক্রিকেটে নানা অবদান রয়েছে। সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও রয়েছে। এমন পরিসংখ্যান অবশ্য হতাশ করতেই পারে। দেখে নেওয়া যাক, ভারতের এমন ১০ অধিনায়ক, যাঁদের নেতৃত্বে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে ভারত। সাফল্যের পথে যে ব্যর্থতাগুলোও ছিল।
সেই দশ অধিনায়কের পরিসংখ্যান দেখা যাক…
- আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ থেকে ২০১৮। সব ফরম্যাট মিলিয়ে ৩৩২ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। দুটো বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে সবচেয়ে বেশি হারও তাঁর নামেই। ধোনির নেতৃত্বে ৩৩২ ম্যাচের মধ্যে ১২০ ম্যাচে হেরেছে ভারত।
- মহম্মদ আজহারউদ্দিন। ১৯৯০ থেকে ১৯৯৯ সালে ভারতকে ২২১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন আজহার। এর মধ্যে ৯০ ম্যাচে হেরেছে ভারত।
- সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতকে নেতৃত্ব দিয়েছেন ১৯৯৯ থেকে ২০০৫ অবধি। দেশের অন্যতম সফল অধিনায়ক সৌরভ। তাঁর নেতৃত্বে ১৯৫ ম্যাচের মধ্যে ৭৮টি হেরেছে ভারত।
- বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়েছিল ভারত। ২০১৩ থেকে ২০২২। দীর্ঘ সময় ভারতকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন বিরাট। ২১৩ ম্যাচের মধ্যে ৬০ বার হার ভারতের।
- বিশ্বের সেরা ব্যাটার। টেস্ট এবং ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি রান সচিন তেন্ডুলকরের নামেই। ভারতকে নেতৃত্বও দিয়েছেন। ১৯৯৬ থেকে ২০০০-এর মধ্য়ে ৯৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সচিন তেন্ডুলকর। এর মধ্যে ৫২ ম্যাচে হার।
- ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। সাফল্য একদিনে আসেনি। ১৯৮২-১৯৮৭, ভারতকে ১০৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কপিল দেব। এর মধ্যে ৪০ ম্যাচে হার।
- সদ্য কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন রাহুল দ্রাবিড়। ক্যাপ্টেন হিসেবে অবশ্য অনেক হতাশা জুটেছিল। বিশেষ করে বলতে হয় ২০০৭ ওডিআই বিশ্বকাপের কথা। প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল ভারত। রাহুল দ্রাবিড়ের ক্যাপ্টেন্সিতে ১০৪ ম্যাচের মধ্যে ৩৯ ম্যাচে হার।
- বিশ্ব ক্রিকেটে পরিচিত লিটল মাস্টার নামেই। সুনীল গাভাসকর। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ভারতকে ৮৪ ম্যাচে নেতৃত্বও দিয়েছেন। এর মধ্যে ২৯ ম্যাচে হার।
- সদ্য ভারতকে বিশ্বকাপ জিতিয়েছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘ সময় পর ট্রফি জিতেছে ভারত। দেশকে ১২৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। এর মধ্যে ২৮ ম্যাচে হার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এ বার চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাই লক্ষ্য রোহিতের নেতৃত্বে।
- মনসুর আলিখান পতৌদি, যিনি টাইগার পতৌদি নামেই পরিচিত। ভারতের অন্যতম সফল ক্যাপ্টেন এবং ব্যাটার। তাঁর ফিল্ডিংও ছিল প্রত্যেকের কাছে উদাহরণ। ১৯৬২ থেকে ১৯৭৫ সাল ভারতকে ৪০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন টাইগার পতৌদি। এর মধ্যে ১৯ ম্যাচে হার।