আবার এক বার নয়া অবতারে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। চুলে সোনালি রং, বেগুনি রংয়ের তারা ডিজাইনের চকচকে জ্যাকেট, হাতে সোনালী রংয়ের চেন ও বালা। ক্যাপ্টেন কুলের এই নতুন লুক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুধু তাই নয়, ছবিতে লেখা, “আসলি পিকচার অভি বাকি হ্যায়… কামিং সুন” (আসল ছবি এখনও বাকি আছে… শীঘ্রই আসছে)। এটা কোনও সিনেমার ডায়লগ মনে হলেও তা কিন্তু নয়।
১৯ সেপ্টেম্বর দুবাইতে দ্বিতীয় পর্বের আইপিএল (IPL) শুরু হতে চলেছে। তার আগে আইপিএলের সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস মাহির এই ছবি পোস্ট করে লিখেছে, “আইপিএলের আগে এমএস ধোনি কিছু নতুন নিয়ে আসছেন। আমাদের সঙ্গে থাকুন আসলি পিকচারের (আসল ছবির) জন্য।” ধোনির এই ছবি দেখেই বোঝা যাচ্ছে আইপিএলের বিজ্ঞাপনের জন্যই তাঁর এমন সাজ। আর এই ছবির মাধ্যমেই ধোনির ফ্যান ও আইপিএলপ্রেমীদের ফাস্ট লুক দেখাতে চাইল স্টার স্পোর্টস।
#MSDhoni's up to something new before #VIVOIPL! ?
Stay tuned for the Asli Picture!#AsliPictureAbhiBaakiHai pic.twitter.com/4w51ynIrs0
— Star Sports (@StarSportsIndia) August 19, 2021
চলতি বছরের আইপিএলের বিজ্ঞাপনে ধোনি কিন্তু এই প্রথম নন। ভারতে হওয়া আইপিএলের প্রথম পর্বে ন্যাড়া মাথায় সন্ন্যাসীর লুকে মাহির ছবি হু হু ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর এবার রকস্টারের বেশে ধোনির নতুন ছবিও ইতিমধ্যেই সুপারহিট নেটদুনিয়ায়।