কলকাতা: গতবারের আইপিএল (IPL) ফাইনালে খেলা দুই দল চিপকে মুখোমুখি হয়েছিল চলতি আইপিএলের ১৩তম ম্যাচে। ঋষভ পন্থের দিল্লির (Delhi Capitals) কাছে ৬ উইকেটে হেরেছে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এই ম্যাচ শুধু হারের যন্ত্রনাই দেয়নি ক্যাপ্টেন রোহিতকে। স্লো ওভার রেটের (slow over rate) জন্য বড়সড় অঙ্কের জরিমানাও দিতে হবে রোহিতকে। আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লির বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এই মরসুমে এটাই মুম্বইয়ের প্রথম স্লো ওভার রেটের ঘটনা। কিন্তু একই কাজ আবার হলে নির্বাসিতও হতে পারেন হিটম্যান রোহিত।
৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এ বার সেই চ্যাম্পিয়নদেরই কেমন খাপছাড়া দেখাচ্ছে। এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন রোহিতরা। তাতে হয়তো বিচার করা যাবে না। কিন্তু বেশ কয়েকটি দিক থেকে চ্যাম্পিয়ন মুম্বইকে পাওয়া যাচ্ছে না। যেমন—
১. মুম্বইয়ের ওপেনিং সমস্যা– মুম্বইয়ের ওপেনিং জুটি রোহিত শর্মা ও কুইন্টন ডি’কক। এই জুটি মুম্বইয়ের একটা বড় ভরসা। একদিকে ডি’ককের ফর্মে না থাকা মুম্বইয়ের যেমন চিন্তার কারণ অন্যদিকে, ক্যাপ্টেন রোহিত শর্মার বড় ইনিংস খেলতে না পারাও চাপে ফেলছে মুম্বইকে।
২. বুমরার ফর্মে না থাকা– মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগের অন্যতম মূল অস্ত্র জশপ্রীত বুমরা। কিন্তু এ বার সেই বুমরাও ছন্দে নেই। প্রতি ম্যাচে ২-৩টে করে উইকেট নেওয়া বুমরা দেখা মিলছে না। বরং বড্ড বেশি রান খরচ করে ফেলছেন তিনি। ধারালো বুমরাকে দেখার অপেক্ষায় রয়েছে মুম্বই সমর্থকরা।
৩. মিডল অর্ডারে রান না পাওয়া– মিডল অর্ডারে মুম্বইকে টানার মত ক্রিকেটারের অভাব দেখা যাচ্ছে। যা রোহিতদের দলের জন্য মোটেই ইতিবাচক দিক নয়। বিশেষ সূর্যকুমার যাদব ফিরে যাওয়ার পরে মুম্বইকে টেনে নিয়ে যাওয়ার জন্য ক্রিকেটারের খামতি দেখা দিচ্ছে। সূর্যকুমার ফিরে যাওয়ার পর যে চাপ তৈরি হচ্ছে সেই চাপটা কোথাও না কোথাও হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ডরা নিতে পারছেন না।
আরও পড়ুন: PBKS vs SRH LIVE Score, IPL 2021: শুরুতেই অধিনায়কের উইকেট হারাল পঞ্জাব
এ বারের আইপিএলে সবে চারটে ম্যাচ খেলেছেন রোহিতরা। তার মধ্যে মুম্বই জিতেছে ২টো ম্যাচ। আর রোহিতরা হেরেছেন ২টো ম্যাচ। ওপেনিং সমস্যা, বুমরার ফর্মে না থাকা, মিডল অর্ডারে রান না পাওয়া এই সমস্যাগুলো হয়তো তাড়াতাড়ি মিটেও যাবে। কিন্তু বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছে মুম্বইয়ের বাঁধুনিটা আলগা হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ক্যাপ্টেন রোহিতকে দলে ভারসাম্য ফেরাতে হবে।