আমিরশাহি লিগে টিম কেনার দৌড়ে শাহরুখ খান-নীতা আম্বানিরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 19, 2021 | 6:28 PM

৬টা টিমকে নিয়ে আগামী বছর জানুয়ারি মাসে শুরু হতে চলেছে আমিরশাহি টি-টোয়েন্টি লিগ (Emirates T20 League)। যাকে মিনি আইপিএল বলা হচ্ছে। একই ধাঁচে খেলা হবে। দুটো আইপিএল আয়োজন করে আমিরশাহি ক্রিকেট বোর্ড অনেকটাই অভিজ্ঞ। সেই কারণেই কোমর বেঁধে টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে চলেছে তারা।

আমিরশাহি লিগে টিম কেনার দৌড়ে শাহরুখ খান-নীতা আম্বানিরা
আমিরশাহি লিগে টিম কেনার দৌড়ে শাহরুখ খান-নীতা আম্বানিরা

Follow Us

দুবাই: আইপিএলের (IPL) ধাঁচে টি-টোয়েন্টি লিগ (T20 League) শুরু করতে চলেছে আমিরশাহি ক্রিকেট বোর্ড। আর তাতে টিম কিনতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan), নীতা আম্বানি সহ আইপিএলের সঙ্গে যুক্ত বেশ টিমের মালিক। শুধু তাই নয়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবারও (Manchester United’s Glazers) টিম কিনতে ইচ্ছুক আমিরশাহির লিগে।

৬টা টিমকে নিয়ে আগামী বছর জানুয়ারি মাসে শুরু হতে চলেছে আমিরশাহি টি-টোয়েন্টি লিগ (Emirates T20 League)। যাকে মিনি আইপিএল বলা হচ্ছে। একই ধাঁচে খেলা হবে। দুটো আইপিএল আয়োজন করে আমিরশাহি ক্রিকেট বোর্ড অনেকটাই অভিজ্ঞ। সেই কারণেই কোমর বেঁধে টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে চলেছে তারা। এমনিতে আমিরশাহির টি-টেন লিগ যথেষ্ট জনপ্রিয়। ক্রিস গেইল থেকে শুরু করে ফাফ দু প্লেসির মতো বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলেন তাতে। সেখানেই বিনোদনের নতুন ঠিকানা হয়ে উঠতে পারে এই নতুন লিগ।

কারা আছে টিম কেনার দৌড়ে? মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য় আগ্রহ প্রকাশ করেছে। পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন টিমের মালিকরা যে দেশের বাইরে ক্রিকেট ব্যবসা ছড়ানোতে মন দিয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। শাহরুখ খানের সংস্থাও তাই চাইছে। রেড চিলিজ এমনিতেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে যুক্ত। এই লিগেও যদি জুড়ে যায়, তা হলে ক্রিকেট বিশ্বে কেকেআরের মালিকদের তৃতীয় টিম হবে। লড়াইয়ে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের টিমের ৫০ শতাংশের মালিক শিল্পপতি কিরণ কুমার গান্ধীও। সদ্য দুটো টিম কেনার জন্য বিসিসিআইয়ের নিলামে অংশ নেওয়া ক্যাপ্রি গ্লোবালও আছে। আর রয়েছে বিগ ব্যাশ লিগের টিম সিডনি সিক্সার্সও।

এতেই শেষ নয়, আইপিএলের আরও ছোঁয়া থাকছে। আমিরশাহির পুরো লিগটাই সাজাচ্ছেন আইপিএলের প্রাক্তন সিইও সুন্দর রামন। আয়োজক এমিরেটস ক্রিকেট বোর্ডে। আইসিসির (ICC) অনুমোদনও থাকবে।

আরও পড়ুন: India vs New Zealand Live Score, 2nd T20I 2021: রাঁচিতেই সিরিজ পকেটে পুরে ফেলতে চায় রোহিতের ভারত

Next Article