MI vs UPW Highlights, WPL 2023: ওয়ারিয়র্সের খারাপ ফিল্ডিং, ৮ উইকেটের বড় জয় মুম্বইয়ের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 12, 2023 | 11:26 PM

Mumbai Indians vs UP Warriorz Live Score in Bengali: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের দশ নম্বর ম্যাচে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও ইউপি ওয়ারিয়র্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখুন এখানে।

MI vs UPW Highlights, WPL 2023: ওয়ারিয়র্সের খারাপ ফিল্ডিং, ৮ উইকেটের বড় জয় মুম্বইয়ের
Image Credit source: গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

মুম্বই: চলতি উইমেন্স প্রিমিয়ার লিগে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্সই (Mumbai Indians) একমাত্র দল, যারা এখনও একটি ম্যাচেও হারেনি। আজ রবিবার, অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্সের (UP Warriorz) বিরুদ্ধে নেমেছিল মুম্বই। একশো শতাংশ জয়ের রেকর্ড অক্ষত থাকল। দীপ্তি শর্মারা ডব্লিউপিএলে (WPL) মুম্বইয়ের মতোই ৩টি ম্যাচ খেলে নেমেছিল। তার মধ্যে ২টিতে জয় ও ১টি হারের মুখ দেখেছে ইউপি। এ দিন দ্বিতীয় হারের স্বাদ। প্রথমে মিডল ও লোয়ার অর্ডারে ব্য়াটিং ভরাডুবি। মুম্বই ইন্ডিয়ান্সকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছিলেন দীপ্তিরা। এই রান নিয়েও মুম্বই ইন্ডিয়ান্সকে চাপে ফেলা যেত। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় ওভারে যস্তিকা ভাটিয়ার জোড়া ক্য়াচ ফেলে রাস্তা কঠিন করে ইউপি। মুম্বই ইনিংসের ৫৮ রানে পরপর দুই ওপেনারকে ফিরিয়েও লাভ হয়নি। ন্যাট সিবারকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ১০৬ রানের জুটিতে ম্য়াচ জিতিয়ে মাঠ ছাড়েন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌর। ১৫ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় মুম্বই ইন্ডিয়ান্সের।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 12 Mar 2023 11:16 PM (IST)

    এক নজরে

    • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইউপি ওয়ারিয়র্স।
    • তৃতীয় উইকেটে অ্যালিসা হিলি-তাহিলা ম্যাকগ্রা জুটি ওয়ারিয়র্সকে ভরসা দেয়।
    • এই জুটি ৬১ বলে ৮২ রান যোগ করে। সাইকা ইসাকের অনবদ্য বোলিংয়ে জুটি ভাঙে, ম্যাচের রং বদলায়।
    • নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করে ইউপি ওয়ারিয়র্স।
    • শুরুতেই যস্তিকা ভাটিয়ার জোড়া ক্যাচ ফেলে ইউপি ওয়ারিয়র্স।
    • অবশেষে ৫৮ রানে মুম্বইয়ের ওপেনিং জুটি ভাঙে এবং পরপর ক্রিজে দুই ওপেনার।
    • মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌর ও ন্যাট সিবার ৬৩ বলে ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
    • ৮ উইকেটের বড় ব্যবধানে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স।
  • 12 Mar 2023 10:49 PM (IST)

    হরমনপ্রীতের হাফসেঞ্চুরি

    টুর্নামেন্টের প্রথম হাফসেঞ্চুরি এসেছিল তাঁর ব্য়াটেই। ফের অর্ধশতরান মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌরের।


  • 12 Mar 2023 10:04 PM (IST)

    সোফি…

    আগের ওভারেই যস্তিকাকে ফেরান রাজেশ্বরী। এ বার আর এক বাঁ হাতি স্পিনার সোফি এক্লেস্টন ফেরালেন হেইলি ম্যাথুজকে। কট অ্যান্ড বোল। ক্রিজে অধিনায়ক হরমনপ্রীত কৌর।

  • 12 Mar 2023 10:02 PM (IST)

    এ বার ভাগ্য সঙ্গ দিল না যস্তিকার

    প্রথম ক্যাচ পড়েছিল খাতা খোলার আগেই। পর পর দু ওভারে জোড়া ক্যাচ পড়ে যস্তিকার। অবশেষে সপ্তম ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বোলিংয়ে তাঁর ক্যাচ নেন সেই সিমরন শেখই। ২৭ বলে ৪২ রানে ফেরেন যস্তিকা।

  • 12 Mar 2023 09:53 PM (IST)

    ফের রিভিউ

    পাওয়ার প্লে-র শেষ ওভারে ফের রিভিউ ইউপি ওয়ারিয়র্সের। শাবনিম ইসমাইলের বোলিং। অফস্টাম্পের অনেকটা বাইরের বল জায়গায় দাঁড়িয়ে তাড়া করেছিলেন। সাউন্ড এলেও আলট্রা এজে কোনও স্পাইক ধরা পড়েনি। যস্তিকা সুরক্ষিত।

  • 12 Mar 2023 09:47 PM (IST)

    রিভিউ বিতর্ক

    সোফি এক্লেস্টনের বোলিংয়ে রিভিউ বিতর্ক। হেইলি ম্যাথুজের ব্যাটে আগে বল লেগেছে না জুতোর ডগায় এই ধোঁয়াশা। প্রথম তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। ফের একবার চেক করা হয়, বারবার রিপ্লে দেখে নিশ্চিত করা হয়, প্রথমে ব্য়াটে বল লাগে, তারপর জুতোর ডগায়। হেইলি ম্য়াথুজ ১০ রানে ক্রিজে।

  • 12 Mar 2023 09:29 PM (IST)

    ক্যাচ মিস

    দ্বিতীয় ওভারেই শাবনিম ইসমাইলের বোলিংয়ে ক্য়াচ মিস উইকেটকিপার অ্যালিসা হিলির। মুম্বই ওপেনার যস্তিকাকে শূন্যতেই ফেরানোর দারুণ সুযোগ ছিল। তৃতীয় ওভারে ফের ক্যাচ মিস। এবারও যস্তিকার ক্যাচ। দীপ্তি শর্মার বোলিংয়ে ক্যাচ ফসকান সিমরন শেখ।

  • 12 Mar 2023 09:25 PM (IST)

    মুম্বইয়ের রান তাড়া

    লক্ষ্য ১৬০ রান। মুম্বই ইন্ডিয়ান্সের জন্য বিশাল লক্ষ্য বলা যায় না। তবে ইউপি ওয়ারিয়র্সের স্পিন বোলিং আক্রমণ খুবই ভালো। মুম্বইয়ের কাজটা সহজ হবে না।

  • 12 Mar 2023 09:10 PM (IST)

    ইউপির ইনিংস শেষ

    ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান ইউপির। জয়ের জন্য মুম্বইয়ের প্রয়োজন ১৬০ রান। পরপর উইকেট না ফেললে আরও চ্যালেঞ্জিং স্কোর খাড়া করতে পারত ইউপি।

  • 12 Mar 2023 09:08 PM (IST)

    ফিরলেন দীপ্তি

    দীপ্তিকে ফেরান অ্যামেলিয়া কের। ৬ বলে ৭ রান দীপ্তির।

  • 12 Mar 2023 09:08 PM (IST)

    আউট সোফি একলেস্টোন

    ব্যক্তিগত ১ রানে সোফিকে আউট করলেন হেইলি ম্যাথিউজ। পাঁচ উইকেট হারাল ইউপি।

  • 12 Mar 2023 09:05 PM (IST)

    খেলা ঘোরালেন সাইকা

    একটু আগেও ম্যাচ ঝুঁকে ছিল ইউপির দিকে। অ্যালিসা হিলি ও তাহলিয়া ম্যাকগ্রার ব্যাটে বড় রানের দিকে এগোচ্ছিল ইউপি। দুই ব্যাটারকে পরপর আউট করে ম্যাচ ঘোরালেন বাংলার স্পিনার সাইকা ইশাক।

  • 12 Mar 2023 09:02 PM (IST)

    আউট ম্যাকগ্রা

    এক ওভারে জোড়া উইকেট সাইকা ইশাকের। অ্যালিসার পর সাজঘরে ম্যাকগ্রা।

  • 12 Mar 2023 08:59 PM (IST)

    আউট হিলি

    ৪৬ বলে ৫৮ রান করে আউট হিলি। ইউপি অধিনায়ককে ফেরালেন সাইকা ইশাক। ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪০ রান ইউপির।

  • 12 Mar 2023 08:45 PM (IST)

    হিলির অর্ধশতরান

    অ্যালিসা হিলির অর্ধশতরান। ১৫ ওভারে ইউপি ১৩৩/২।

  • 12 Mar 2023 08:34 PM (IST)

    ১৩ ওভারে ১১৩

    ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৩ রান ইউপি। অ্যালিসা হিলি ৪৪, তাহলিয়া ম্যাকগ্রা ৩৮ রানে ব্যাট করছেন।

  • 12 Mar 2023 08:04 PM (IST)

    আউট নবগীরে

    অ্যামিলিয়া কের-এর বলে যস্তিকা ভাটিয়ার হাতে ক্য়াচ। ফিরলেন কিরন নবগীরে। ১৪ বলে ১৭ রান। ৬.৪ ওভারে ৫৮/২ ইউপি। ক্রিজে তাহলিয়া ম্যাকগ্রা।

  • 12 Mar 2023 08:02 PM (IST)

    ৫০ রান পূর্ণ

    ইউপি-র অর্ধশতরান। প্রাথমিক ধাক্কা সামলে চার, ছয়ের বন্যা হিলি, নবগীরেদের।

  • 12 Mar 2023 07:56 PM (IST)

    ৫ ওভারে ৩৯ রান

    ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৯ রান ইউপি ওয়ারিয়র্সের। ক্রিজে অ্যালিসা হিলি ও কিরন নবগীরে।

  • 12 Mar 2023 07:42 PM (IST)

    আউট দেবিকা

    দ্বিতীয় ওভারের শেষ বলে দেবিকাকে লেগ বিফোর করলেন সাইকা ইশাক। ৮ রানে ১ উইকেট হারাল ইউপি।

  • 12 Mar 2023 07:32 PM (IST)

    শুরু ম্যাচ

    ইউপির হয়ে ইনিংসের সূচনায় অ্যালিসা হিলি এবং দেবিকা বৈদ্য। বল হাতে ন্যাট সিবার ব্রান্ট।

  • 12 Mar 2023 07:12 PM (IST)

    মুম্বই ইন্ডিয়ান্স একাদশ

    মুম্বই দলেও একটি পরিবর্তন। শেষ ম্যাচে চোট পেয়েছিলেন পূজা বস্ত্রকার। তাঁর পরিবর্তে একাদশে ধারা গুজ্জর।

    মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: যস্তিকা ভাটিয়া, হেইলি ম্যাথুজ, ন্য়াট সিবার ব্রান্ট, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), ধারা গুজ্জর, অ্য়ামেলিয়া কের, ইসি ওং, অমনজ্যোৎ কৌর, হুমাইরা কাজি, জিন্তিমনি কলিতা এবং সাইকা ইশাক।

  • 12 Mar 2023 07:09 PM (IST)

    ইউপি ওয়ারিয়র্স একাদশ

    গ্রেস হ্যারিস অসুস্থ। তাঁর পরিবর্তে একাদশে শবনিম ইসমাইল।

    ইউপি ওয়ারিয়র্স একাদশ: দেবিকা বৈদ্য, অ্যালিসা হিলি (অধিনায়ক), শ্বেতা শেরাওয়াত, কিরণপ্রভু নবগীরে, তাহিলা ম্য়াকগ্রা, দীপ্তি শর্মা, সিমরন শেখ, সোফি এক্লেস্টন, শবনিম ইসমাইল, অঞ্জলী সর্বানী, রাজেশ্বরী গায়কোয়াড়।

  • 12 Mar 2023 07:02 PM (IST)

    টস আপডেট

    টস জিতল ইউপি ওয়ারিয়র্স। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

  • 12 Mar 2023 06:35 PM (IST)

    পয়েন্ট টেবিলের শীর্ষে মুম্বই

    ডব্লিউপিএলে পয়েন্ট তালিকার মগডালে মুম্বই ইন্ডিয়ান্স। তিনটি ম্যাচ জিতে পয়েন্ট ৬। MI-এর নেট রান রেট +৪.২২৮।