চেন্নাই: মানকড় (mankad) আউট নিয়ে শুধু রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) সমালোচিত হননি। আর এক ভারতীয় স্পিনার নিজের অতীত তুলে ধরেছেন এই আউটকে ঘিরে। তিনি মুরলী কার্তিক (Murali Kartik)। ভারতের প্রাক্তন স্পিনার দীর্ঘদিন কাউন্টি (County) খেলেছেন নানা টিমের হয়ে। সারের (Surrey) হয়ে ২০১২ সালে খেলার সময় অ্যালেক্স বরোকে মানকড়ীয় আউট করেছিলেন। যার পর রীতিমতো চাপে পড় গিয়েছিলেন বাঁ হাতি স্পিনার। সমর্থকরা সারের ড্রেসিংরুমে হানা দিয়েছিলেন। আর কার্তিকের স্ত্রী ভয়ে মাঠ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।
অশ্বিনের সঙ্গে অনলাইন আড্ডার সময় সেই ঘটনা তুলে ধরেছেন কার্তিক। ২০১২ সালে সারে বনাম সামারসেটের খেলা ছিল। অ্যালেক্সকে মানকড় আউট করেছিলেন তিনি। তারপর কী হয়েছিল? কার্তিক বলেছেন, ‘ওই ঘটনার পর সমর্থকরা ক্ষেপে গিয়েছিল। সারা মাঠ তখন উত্তপ্ত। আমার স্ত্রী তো ভয় পেয়ে মাঠ থেকে পালিয়ে গিয়েছিল। আর সমর্থকরা গ্যালারি থেকে নেমে এসে রীতিমতো হামলা করেছিল ড্রেসিংরুমে। ওরা এতটাই ক্ষেপে গিয়েছিল যে, ড্রেসিংরুমে ঢুকতে চাইছিল।’
মানকড় আউট করার আগে অবশ্য তিনবার সতর্ক করেছিলেন সামারসেটের অ্যালেক্সকে। কিন্তু কার্তিকের কথা শোনেননি তিনি। যার পর আউট করেন বাঁ হাতি স্পিনার। ‘আমি তিনবার সতর্ক করেছিলাম ওকে। কিন্তু ওরা একবারও আমার কথা শোনেনি। তার পর আউট করি। ঘটনা হল, ওই আউট হওয়ার পর কিন্তু ওরা বোলারকেই দায়ী করেছিল। আমি কিন্তু বিপক্ষের ১১জন ব্যাটসম্যানকেই রান আউট করার জন্য তৈরি থাকতাম। আমার বল করার আগে ওরা ক্রিজ ছাড়বে কেন?’
কাউন্টি খেলার সময় তার আগেও পাঁচবার মানকড় আউট করেছিলেন কার্তিক। কিন্তু কোনও বারই বিতর্কের মুখে পড়েননি। সে বার কেন হয়েছিল? কার্তিকের কথায়, ‘তার আগে আমি সামারসেটের হয়েই খেলতাম। কিন্তু ক্লাব ছাড়াটা ওরা ভালো ভাবে নেয়নি। ওরা বলত, আমার স্ত্রী শহুরে জীবন পছন্দ করে। তাই লন্ডনের ক্লাবে খেলতে চেয়েছিলাম। বেশি অর্থও নাকি দাবি করেছিলাম। সব কিছুর সঙ্গে ওই ঘটনাটাকেও জুড়ে দিয়েছিল।’
আরও পড়ুন: আমিরশাহিতে সেপ্টেম্বরে বাকি আইপিএল