আমিরশাহিতে সেপ্টেম্বরে বাকি আইপিএল

May 25, 2021 | 7:50 PM

বিসিসিআই ভেবেছিল আমিরশাহিতেই আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজন করার। তাতে সম্মতি ছিল অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলিরও।

আমিরশাহিতে সেপ্টেম্বরে বাকি আইপিএল
সৌজন্যে-টুইটার

Follow Us

নয়াদিল্লি: করোনার (COVID-19) জন্য মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। বাকি রয়েছে ৩১টি ম্যাচ। ভারতীয় বোর্ডের (BCCI) কর্তারা অনেক দিন ধরেই আলোচনা করছে, বাকি থাকা ম্যাচগুলি কবে, কোথায় করা যায় সেই ব্যাপারে। আইপিএল (IPL) আয়োজন করতে ইচ্ছুক বলে জানিয়েছিল ইংল্যান্ডের কাউন্টিগুলি। কিন্তু শেষ মেশ আমিরশাহিকেই (UAE) বেছে নেওয়া হচ্ছে আইপিএল-১৪-র বাকি ম্যাচের ভেনু হিসেবে। মরুশহরে ১৮ কিংবা ১৯ সেপ্টেম্বর পুনরায় শুরু হবে ভারতের কোটিপতি ক্রিকেট লিগ।

বিসিসিআই ভেবেছিল আমিরশাহিতেই আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজন করার। তাতে সম্মতি ছিল অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলিরও। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আপাতত ভাবা হয়েছে তিন সপ্তাহের মধ্যে, ১০টি ডবল হেডার রেখে আইপিএলের বাকি থাকা ৩১ টি ম্যাচ সেরে নেওয়া হবে। ফাইনাল আয়োজন করার কথা ভাবা হয়েছে ৯ কিংবা ১০ অক্টোবর।

বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেছেন, “স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে বিসিসিআই ঠিক করেছে ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে পুনরায় আইপিএল শুরু করার। সেপ্টেম্বরের ১৮ ও ১৯ শনিবার ও রবিবার। তাই উইকএন্ডেই পুনরায় আইপিএল শুরু করা যেতেই পারে।”

ম্যাঞ্চেস্টারে ১৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ টেস্ট ম্যাচ। তার পরই হনুমা বিহারী ও অভিমন্যু ঈশ্বরন বাদে বাকি ভারতীয় ক্রিকেটাররা চার্টার্ড ফ্লাইটে করে দুবাইতে পৌঁছে যাবে। তবে সেপ্টেম্বরে আইপিএলের বাকি ম্যাচ হওয়ায়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ বাতিল করতে হচ্ছে বোর্ডকে। টি-২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার পরিকল্পনা ছিল ভারতের।

বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেছেন, “বিশ্বকাপের আগে প্রস্তুতি জোরালো করার জন্যই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু, আইপিএল শেষ হওয়ার ১০ দিন পরই টি-২০ বিশ্বকাপ শুরু। তাই কোনওভাবেই কুড়ি-বিশের বিশ্বকাপের আগে প্রোটিয়াদর বিরুদ্ধে বিরাটদের সিরিজ হওয়ার সম্ভাবনা নেই। আগামী বছর দক্ষিণ আফ্রিকা সফরে বিরাটরা অতিরিক্ত ম্যাচ খেলতে পারেন।”

আরও পড়ুন: প্রত্যাশার চাপ থাকবে বিরাট এর উপর, বলছেন স্যার হ্যাডলি

Next Article