প্রত্যাশার চাপ থাকবে বিরাট এর উপর, বলছেন স্যার হ্যাডলি

ভারত নিউজিল্যান্ডের (India vs Newzealand ) মেগা ফাইনাল দেখার অপেক্ষায় বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন, স্যার রিচার্ড হ্যাডলি (Sir Richard Hadlee)। তিনি মেতে রয়েছেন বিরাট কোহলিতে (Virat Kohli)।

প্রত্যাশার চাপ থাকবে বিরাট এর উপর, বলছেন স্যার হ্যাডলি
প্রত্যাশার চাপ থাকবে বিরাট এর উপর, বলছেন স্যার হ্যাডলি
Follow Us:
| Updated on: May 25, 2021 | 6:40 PM

লন্ডন: অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরই ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (ICC world test Championship final)। গোটা বিশ্ব করোনায় কাবু। তাই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) নিয়ে যে উন্মাদনা থাকার কথা ছিল, সেটা চোখে পড়ছে না। তবে ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেট সমর্থকরা কিন্তু অপেক্ষা করে আছেন মেগা ফাইনালের। অপেক্ষা করছেন দুই দেশের প্রাক্তন ক্রিকেটাররাও।

ভারত নিউজিল্যান্ডের (India vs Newzealand ) মেগা ফাইনাল দেখার অপেক্ষায় বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন, স্যার রিচার্ড হ্যাডলি (Sir Richard Hadlee)। তিনি মেতে রয়েছেন বিরাট কোহলিতে (Virat Kohli)। ভারত অধিনায়কের খেলায় মুগ্ধ, প্রাক্তন কিউয়ি অলরাউন্ডার। ফাইনাল ম্যাচে ও তার ব্যাট থেকে ভালো কিছুই প্রত্যাশা করছেন স্যার হ্যাডলি। তবে এটাও মানছেন, প্রত্যাশার তুমুল চাপ নিয়ে মাঠে নামতে হবে ভারত অধিনায়ককে।

বিরাট কোহলির নেতৃত্বে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে, নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উইলিয়ামসনের দলকে ফাইনালে হারাতে পারলে, ২০১৯ এর ক্ষতে কিছুটা প্রলেপ দিতে পারবে বিরাটের দল। পাশাপাশি অধিনায়ক হিসেবে বিরাট-উইলিয়ামসনের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।

আরও পড়ুন: ইংল্যান্ড সফরের জন্য মুম্বইয়ে কড়া বিধি বিরাট-মিতালিদের