India vs Sri Lanka: ‘৩ নম্বর আমার পছন্দের জায়গা’, বললেন হনুমা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 05, 2022 | 9:28 AM

ম্যাচের পর ভারতীয় দলের এই ব্যাটার বলেন, '৩ নম্বরে ব্যাট করতে ভালোবাসি। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনেই ব্যাট করতাম। নতুন বলে খেলতে বেশ ভালো লাগে। প্রস্তুতি নিয়েই ব্যাট হাতে মাঠে নেমেছিলাম। দেশের হয়ে ৩ নম্বরে ব্যাট করা গর্বের। দল যেখানে চাইবে, সেখানেই ব্যাট করতে চাইব। তবে আমার পছন্দের জায়গা ৩ নম্বর।'

India vs Sri Lanka: ৩ নম্বর আমার পছন্দের জায়গা, বললেন হনুমা
India vs Sri Lanka: '৩ নম্বর আমার পছন্দের জায়গা', বললেন হনুমা

Follow Us

মোহালি: চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ছিটকে যেতেই দরজা খুলে গেল হনুমা বিহারীর (Hanuma Vihari)। আর একেবারে ৩ নম্বরে। শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালি টেস্টে ৩ নম্বরে ব্যাট করতে নেমে রানও পেলেন তিনি। পূজারার জায়গা ভরাট করতে প্রস্তুত এই ডান হাতি ব্যাটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। কিন্তু বিরাটের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান হনুমা। ব্যক্তিগত ৫৮ রানে আউট হন অন্ধ্রপ্রদেশের এই ক্রিকেটার। বিরাট (Virat Kohli)-হনুমা জুটিতে ওঠে ৯০ রান। তিন নম্বরে নিজের জায়গা সুনিশ্চিত করাই লক্ষ্য হনুমার। প্রথম শ্রেণির ক্রিকেটে ফার্স্ট ডাউনই ব্যাট করতে নামতেন। জাতীয় দলে সেই পজিশনে ব্যাট করতে পারায় বেশ খুশি তিনি। এতদিন ভারতীয় দলে খেললেও কখনও তিনে ব্যাট করতে দেখা যায়নি তাঁকে। প্রথম বার নিজের পছন্দমতো জায়গায় ব্যাটিং করলেন হনুমা।

 

ম্যাচের পর ভারতীয় দলের এই ব্যাটার বলেন, ‘৩ নম্বরে ব্যাট করতে ভালোবাসি। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনেই ব্যাট করতাম। নতুন বলে খেলতে বেশ ভালো লাগে। প্রস্তুতি নিয়েই ব্যাট হাতে মাঠে নেমেছিলাম। দেশের হয়ে ৩ নম্বরে ব্যাট করা গর্বের। দল যেখানে চাইবে, সেখানেই ব্যাট করতে চাইব। তবে আমার পছন্দের জায়গা ৩ নম্বর।’

 

একই সঙ্গে ঋষভ পন্থের প্রশংসাও শোনা যায় হনুমার গলায়। তিনি বলেন, ‘বল নতুন থাকলে খেলতে সুবিধে হয়। কিন্তু বল পুরনো হয়ে গেলে সহজে মারা যায় না। ঋষভ ভিন্ন ধরণের ক্রিকেটার। ওর এই ইনিংস নিঃসন্দেহে স্পেশাল হয়ে থাকবে। আমরা সবাই জানি ওর ব্যাটিংয়ের ধরণ। প্রথম দিনই স্কোরবোর্ডকে ৩৫০ পেরোতে সাহায্য করল ও।’

 

কোহলি ফেরার পর মাঠে আসেন ঋষভ পন্থ। তবে বিহারী-পন্থ জুটি জমাট হয়ে উঠতে পারেনি। ৫৮ রান করে বিষ্ণু ফের্নান্ডোর বলে আউট হন হনুমা বিহারী। এর পর ক্রিজে আসন শ্রেয়স আইয়ার। চা বিরতির আগে পর্যন্ত পন্থ-আইয়ার জুটিতে তোলে রান। ছয় নম্বরে নামা শ্রেয়স কিন্তু মোহালি টেস্টে ভারতের প্রথম ইনিংসে সেভাবে দাগ কাটতে পারেননি। ৪৮ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন শ্রেয়স। এর পর ভারতের তারকা অল-রাউন্ডার রবীন্দ্র জাডেজার সঙ্গে সপ্তম উইকেটে শতরানের জুটি গড়েন পন্থ। ৮০.৫ ওভারের মাথায় লকমলের বলে বোল্ড হয়ে, সেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়েন পন্থ। দিনের শেষের দিকে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বাঁধেন জাডেজা। মোহালি টেস্টের প্রথম দিনের শেষে ১০ রানে অপরাজিত রয়েছেন অশ্বিন ও ৪৫ রানে অপরাজিত রয়েছেন জাডেজা। প্রথম দিনের শেষে ৮৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রানে থেমেছে ভারত।

 

 

আরও পড়ুন: Virat Kohli’s 100th Test: মাঠের মধ্যে কোহলির গালে চুমু একে দিলেন স্ত্রী অনুষ্কা, দেখুন ভিডিও

Next Article