ঢাকা: গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বিসিবির (BCB) সভাপতির দায়িত্ব ছাড়তে চলেছেন নাজমুল হাসান পাপন। হলও সেটাই। ফের একবার টিভি নাইনের খবরে শিলমোহর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) সভাপতি নাজমুল হাসান আজ আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ করলেন। তাঁর ছেড়ে যাওয়া মসনদে বসলেন কে? বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন প্রধান নির্বাচক ফারুক আহমেদ হলেন বাংলাদেশ ক্রিকেটের নতুন সভাপতি।
আজ, বুধবার বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির সভা বসেছিল। সেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন নাজমুল হাসান পাপন। সেই সভার শুরুতেই তিনি আনুষ্ঠানিক ভাবে পদত্যাগের ঘোষণা করেন। এর আগে আইসিসির নির্দেশ মেনে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক মনোনিত হন ফারুক আহমেদ। আর পাপনের শূণ্যপদে সর্বসম্মত ভাবে বিসিবির সভাপতি নির্বাচিত হন তিনি। যার ফলে এক যুগ পর নতুন সভাপতি পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
নতুন সভাপতি আসার ফলে বাংলাদেশ ক্রিকেট নতুন গতি পাবে। এমনটাই আশা করেছেন সভায় উপস্থিত অন্যান্য পরিচালকরা। গত সপ্তাহেই টিভি নাইন বাংলায় এক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেখানে জানানো হয় পাপনের পদত্যাগ সময়ের অপেক্ষা। নতুন সভাপতি হতে পারেন ফারুক আহমেদ। অবশেষে হলও সেটাই।
বিসিবির সভাপতির দায়িত্ব পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেসবুকে নিজের লক্ষ্য নিয়ে জানিয়েছেন ফারুক আহমেদ। সেখানে তিনি বলেন, ‘লক্ষ্য অনেক বড়। প্রথম এব প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি। দেশের মুখ উজ্জ্বল করাই কাদ। দলকে একটা ভালো জায়গায় দেখতে চাই। অনেক দিন ধরে কাজ হয়েছে, আবার না হওয়া নিয়েও প্রশ্ন আছে। আমাদের প্রথম ও প্রধানতম দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দলকে যদি আমরা মাথায় রাখি তা হলে আমাদের কাজটা সহজ হবে।’