Shubman Gill: এশিয়া কাপে শুভমন আছেন না নেই? ব্রডকাস্টারের বিভ্রান্তিতে চটলেন নেটিজ়েনরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 21, 2023 | 5:59 PM

Asia Cup 2023: আসন্ন এশিয়া কাপের জন্য ভারতের ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সঞ্জু স্যামসন তাতে রয়েছেন স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে।

Shubman Gill: এশিয়া কাপে শুভমন আছেন না নেই? ব্রডকাস্টারের বিভ্রান্তিতে চটলেন নেটিজ়েনরা
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: এ কেমন কাণ্ড, মাত্র ৮ মিনিটে এত বড় পরিবর্তন! আজ, সোমবার ২১ অগস্ট এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য় ভারতীয় দল ঘোষণা হয়েছে। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যে, এ বারের এশিয়া কাপে ভারতীয় টিমে (Team India) নেই তরুণ তুর্কি শুভমন গিল (Shubman Gill)। সময়টা ছিল দুপুর ১.২৬। সেই সময় এশিয়া কাপের যে স্কোয়াড সম্প্রচারকারী চ্যানেলে দেখানো হয় তাতে ছিল না শুভমন গিলের নাম। যার ফলে সকলেই সোশ্যাল মিডিয়া সাইট X এ শুভমন গিলের এশিয়া কাপে না থাকা নিয়ে পোস্ট করতে থাকেন। ঠিক আট মিনিট পর দুপুর ১.৩৪ নাগাদ ব্রডকাস্টার চ্যানেলে দেখানো হয় নতুন এশিয়া কাপের স্কোয়াড। যেখানে জ্বলজ্বল করছিল শুভমন গিলের নাম। যে কারণে ব্রডকাস্টারের বিভ্রান্তিতে বিরাট চটেছেন নেটিজ়েনরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এ বারের এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণার সময় প্রথমে যে গ্রাফিক্স দেখানো হয় ব্রডকাস্টার চ্যানেলে তাতে ১৭জন নয়, ১৬জন ক্রিকেটারের ছবি ছিল। তাতে ছিল না শুভমন গিলের নাম ও ছবি।

যদিও এশিয়া কাপের সঠিক স্কোয়াড দেখাতে বেশি দেরি করেনি সম্প্রচারকারী চ্যানেল। কিন্তু ততক্ষণে চারিদিকে রটে যায় শুভমন নেই এশিয়া কাপে। তাই ভারতের টিম ঘোষণার ক্ষেত্রের ব্রডকাস্টারদের এমন ভুল মেনে নিলেন না নেটিজ়েনরা।

ব্রডকাস্টারের দেখানো এশিয়া কাপের স্কোয়াডে শুভমনের না থাকা এবং দলে ফেরা নিয়ে মজা করে টুইট করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরও।

Next Article