বেঙ্গালুরু টেস্ট খুব একটা স্বস্তির কাটেনি। তার আগে বাংলাদেশ সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন। পুনেতে আবারও পরিচিত ছন্দে রবিচন্দ্রন অশ্বিন। পুনে স্পিনারদের জন্য সুবিধা রয়েছে। বেঙ্গালুরুতে তিন স্পিনার খেলানো হয়েছিল। অফস্পিনার অশ্বিনের পাশাপাশি বাঁ হাতি ফিঙ্গার স্পিনার রবীন্দ্র জাডেজা এবং বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। পুনেতে কুলদীপের পরিবর্তে একাদশে ওয়াশিংটন সুন্দর। দুই অফস্পিনারই নজর কাড়লেন। টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম সফল বোলার উইকেটের সংখ্যা বাড়িয়েই চলেছেন। বর্ডার-গাভাসকর ট্রফির আগেই ছাপিয়ে গেলেন অজি তারকা নাথান লিয়ঁকে।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শ্রীলঙ্কার স্পিনার মুথাইয়া মুরলিধরন। তালিকায় সপ্তম স্থানে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন। যে গতিতে এগচ্ছেন তাতে বর্ডার-গাভাসকর ট্রফির শেষে অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকেও না ছাপিয়ে যান! আপাতত নাথান লিয়ঁকে সপ্তমে অশ্বিন। পুনে টেস্টে দু-উইকেট নেওয়ার পরই তাঁর সংখ্যা দাঁড়ায় ৫৩০। ছুঁয়ে ফেলে অজি অফস্পিনার নাথান লিয়ঁকে। ডেভন কনওয়ের উইকেট নিতেই লিয়ঁকে ছাপিয়ে যান।
টেস্ট ক্রিকেটে সর্বাধিক ৮০০ উইকেট মুরলির। এরপরই রয়েছেন অজি কিংবদন্তি প্রয়াত শেন ওয়ার্ন (৭০৮)। তিন ও চারে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন (৭০৪) ও ভারতের অনিল কুম্বলে (৬১৯)। পাঁচ, ছয়, সাতে যথাক্রমে স্টুয়ার্ড ব্রড (৬০৪), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) ও রবিচন্দ্রন অশ্বিন (৫৩১*)। নাথান লিয়ঁর উইকেট সংখ্যা ৫৩০।