প্রত্যাবর্তন এমনই হওয়া উচিত। নিউজিল্যান্ডের জন্য অবশ্য অস্বস্তির। নামটা ওয়াশিংটন সুন্দর। তবে কিউয়ি ব্যাটারদের কাছে হয়ে দাঁড়ালেন ‘ভয়ঙ্কর’ সুন্দর। দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পেলেন। যেন সাড়ে তিন বছরের হিসেব ৬১ বলেই পূরণ করে দিলেন! প্রথম সেশনেও বোলিং করেছেন। ইনিংসের পরিসংখ্যান বলছেন ২৩.১ ওভারে ৪টি মেডেন সহ ৫৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তবে পরিসংখ্যান আরও বলছে, এই সাত উইকেট এক স্পেলেই! তাঁর সৌজন্যে ২৫৯ রানেই শেষ নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।
চা-বিরতির আগে জোড়া ধাক্কা দিয়েছিলেন ওয়াশিংটন। সেখান থেকে আর ঘুরে তাকাতে হয়নি। একের পর এক উইকেট। টেস্ট কেরিয়ারে প্রথম ফাইফার পূর্ণ করেন প্রত্যাবর্তন ম্যাচেই। শেষ বার ২০২১ সালে আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন। প্রথম ইনিংসে নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ইনিংসে অশ্বিন ও অক্ষর পাঁচটি করে উইকেট নেন। ফলে তাঁর ঝুলি ছিল শূন্য। ২০২১-এর আমেদাবাদ থেকে কাট টু ২০২৪-এর পুনে। প্রথম ইনিংসে টানা ৬১ বলের স্পেলে ২০ রান দিয়ে ৭ উইকেট! বাকি তিন উইকেট আর এক অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে।
বেঙ্গালুরুতেও স্পিনাররা সামান্য় সাহায্য পেয়েছেন। অবলীলায় খেলেছিলেন কিউয়ি ব্যাটাররা। তবে সুন্দরের জবাব নেই। বাঁ হাতি ব্যাটাররা অফস্পিন সামলাতে হিমসিম খান। ডান হাতি ব্যাটারদেরও একই সমস্যায় ফেললেন। বেশিরভাগ সময়ই অফ ও মিডল স্টাম্পে বোলিং করে গেলেন। ছাড়ার কোনও উপায় নেই। এমনকি ডানহাতি ব্যাটারকে রাউন্ড দ্য উইকেটও বোলিং করেন। অফস্টাম্পের বাইরে থেকে হালকা টার্নে বোল্ড। পুনের প্রথম ইনিংস ভারতের কাছে শুধুই ‘সুন্দর’, তবে নিউজিল্যান্ডের কাছে ‘ভয়ঙ্কর সুন্দর’।