নিউজিল্যান্ডের ওয়ান ডে সিরিজটা সাহায্য করবে বিশ্বকাপে, মিতালি রাজ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 13, 2022 | 4:51 PM

Mithali Raj: বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজে দলের প্রত্যেক প্লেয়ারদের যাচাই করে নেওয়ার সুযোগ পাবে ভারত। এমনটাই মনে করেন মিতালি।

নিউজিল্যান্ডের ওয়ান ডে সিরিজটা সাহায্য করবে বিশ্বকাপে, মিতালি রাজ
নিউজিল্যান্ডের ওয়ান ডে সিরিজটা সাহায্য করবে বিশ্বকাপে, মিতালি রাজ (pic credit-Female Cricket)

Follow Us

নয়াদিল্লি: চলতি বছরে নিউজিল্যান্ডে (New Zealand) বসতে চলেছে মেয়েদের বিশ্বকাপের (ICC Women’s World Cup 2022) আসর। এক দিনের বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ। ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) বলছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজটা বিশ্বকাপে সাহায্য করবে। মেগা ইভেন্টের জন্য ওখান থেকে ভারতীয় দল একটা পরিষ্কার ছবি পাবে। মিতালি রাজ ২০১৭ সালে হওয়া মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারালেও, ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। করোনার কারণে এক বছর পিছিয়ে অনুষ্ঠিত হতে চলেছে মেয়েদের এক দিনের বিশ্বকাপ।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মিতালি বলেন, “নিউজিল্যান্ডে পাঁচটা ওয়ান ডে অবশ্যই আমাদের সাহায্য করবে। আমরা এমন একটা দেশে সিরিজ খেলতে যাচ্ছি, যে দেশ বিশ্বকাপ আয়োজন করছে। আমাদের দল হিসেবে, প্রত্যেক প্লেয়ারকে দেখে নেওয়ার অনেক সময় থাকবে। আমাদের অভিজ্ঞ স্পিন বিভাগ রয়েছে এনং আমাদের সিমাররা অতীতে বেশ ভালো পারফর্ম করেছে, তাই ওই পাঁচটা ওয়ান ডে আমাদের একটা পরিষ্কার ধারণা দেবে। এমনটাই মনে হচ্ছে।”

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজে দলের প্রত্যেক প্লেয়ারদের যাচাই করে নেওয়ার সুযোগ পাবে ভারত। এমনটাই মনে করেন মিতালি। তিনি বলেন, “কারা ছন্দে আছে, কার আরও একটু বেশি সময় প্রয়োজন, দল কেমন পারফর্ম করছে, কোন গেমপ্ল্যান কাজে লাগছে… সব কিছু দেখে নেওয়ার সেরা সুযোগ রয়েছে নিউজিল্যান্ড সিরিজে।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ও বিশ্বকাপের আগে মিতালি বিজয়ওয়াড়াতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, “আমি এখন বিজয়ওয়াড়াতে অনুশীলন করছি। একজন প্লেয়ার হিসেবে আমি ব্যাক্তিগতভাবে অনুশীলন করছি। ক্যাম্পে যোগ দেওয়ার আগে আমি হাতে সময় পাচ্ছি। তবে মার্চে হতে চলা বিশ্বকাপের একটা উত্তেজনা এখন থেকেই অনুভব করতে পারছি।”

আরও পড়ুন: IND vs SA 3rd Test Day 3 Live: পন্থের হাফসেঞ্চুরি, বিরাট-ঋষভ জুটিতে এগোচ্ছে ভারত

আরও পড়ুন: India vs South Africa: বুমরার ৫ শিকারের মঞ্চে এখন বিরাটই ভরসা

আরও পড়ুন: আল্লু অর্জুনের ‘পুষ্পা’ লুকে আগুন ঝরালেন রবীন্দ্র জাডেজা

Next Article