India vs New Zealand: কানপুর টেস্টের আগে কলকাতাতে প্রস্তুতি সারবে নিউজিল্যান্ডের টেস্ট দল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 06, 2021 | 9:16 AM

চলতি বছরের ২১ নভেম্বর ইডেন গার্ডেন্সে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলছে ভারত ও নিউজিল্যান্ড। তার আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা ইডেন গার্ডেন্স পরিদর্শন করে গেলেন।

India vs New Zealand: কানপুর টেস্টের আগে কলকাতাতে প্রস্তুতি সারবে নিউজিল্যান্ডের টেস্ট দল
কিউয়ি বোর্ডের কর্তাদের সঙ্গে সিএবির বৈঠক (ছবি-সিএবি টুইটার)

Follow Us

কলকাতা: করোনা (COVID-19) মহামারির আবহে দীর্ঘদিন পর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আবার ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। ১৭ নভেম্বর থেকে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) তিন ম্যাচের টি-২০ (T-20) সিরিজ শুরু। চলতি বছরের ২১ নভেম্বর ইডেন গার্ডেন্সে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলছে ভারত ও নিউজিল্যান্ড। তার আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা ইডেন গার্ডেন্স পরিদর্শন করে গেলেন। কিউয়িদের পরিদর্শন দল ক্রিকেট বেঙ্গল অব অ্যাসোসিয়েশনের সভাপতি অভিষেক ডালমিয়া (Avishek Dalmiya) এবং সেক্রেটারি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়ের (Snehashis Ganguly) সঙ্গেও দেখা সাক্ষাৎ করে এক দফা আলোচনা করে ফেলেছেন। এবং, সেই সাক্ষাৎে স্থির হয়েছে কানপুর টেস্টের আগে কলকাতাতেই অনুশীলন করবে নিউজিল্যান্ডের টেস্ট দল।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলের পাশাপাশি টেস্ট দলের সদস্যরাও একইসঙ্গে কলকাতায় আসতে চলেছেন। চলতি বছরের শেষের দিকে ভারতের বিরুদ্ধে ২টো টেস্ট ম্যাচ খেলবে কিউয়িরা। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কানপুরে ২৫ নভেম্বর প্রথম টেস্ট ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের। তা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। সেই টেস্টের আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুশীলন সারবেন কিউয়িরা জানিয়েছে সিএবি। এবং ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট হবে ৩ থেকে ৭ ডিসেম্বর মুম্বইয়ে।

সিএবির সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন, “নিউজিল্যান্ডের টেস্ট দল যাদবপুর বিশ্ববিদ্যাবয়ের দ্বিতীয় ক্যাম্পাসের ভেন্যুতে অনুশীলন করবে।” সিএবি সভাপতি আর বলেন, “আজ আমাদের সঙ্গে বৈঠক করতে এসেছিলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা। কোয়ারান্টাইন এবং বায়ো বাবল নিয়ে আমাদের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। এবং তারা ভেন্যুর সুযোগ সুবিধা ও বায়ো বাবলের আয়োজন দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।”

করোনা পরিস্থিতিতে নিখুঁত বায়ো বাবল আয়োজন করা বেশ কঠিন কাজ। যদিও সিএবি সমস্ত রকম চেষ্টা করছে বলেই জানা গিয়েছে। সিএবির সেক্রেটারি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় বলেন, “আমরা প্লেয়ারদের নিরাপত্তার গুরুত্ব বুঝতে পারি। আমাদের বায়ো-বাবলে ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা আছে এবং সবকিছু ঠিক আছে কিনা আমরা অবশ্যই তা নিশ্চিত করব।”

Next Article