পুনে: বিশ্বকাপের (ICC World Cup 2023) শুরুটা দুর্দান্ত হয়েছিল নিউজিল্যান্ডের। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে। টানা চার ম্যাচ জিতে দারুণ জায়গায় ছিল। ভারতের কাছে হারের পর থেকেই ছন্দপতন। দক্ষিণ আফ্রিকার কাছে ১৯০ রানের বিশাল হারে সেমিফাইনালের রাস্তা কঠিন হল নিউজিল্যান্ডের। অন্য দিকে, দক্ষিণ আফ্রিকা ব্যাটিং লাইন আপ আরও একবার ঝড় তুলল। নেদারল্যান্ডসের কাছে হেরে যেন সতর্কবার্তা পেয়েছিল প্রোটিয়ারা। দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় তারা। একের পর এক জয়। সাত ম্যাচের মধ্যে ষষ্ঠ জয়ে ১২ পয়েন্ট। ভারতের সঙ্গে সমান হলেও নেট রান রেটে শীর্ষস্থান দখল করল দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালও কার্যত নিশ্চিত। এই ম্যাচের প্রত্যেক মুহূর্তের আপডেট যদি না মিস করতে চান, তবে অবশ্যই চোখ রাখুন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ ২৪ বছর পর নিউজিল্যান্ডকে হারাল দক্ষিণ আফ্রিকা। বিস্তারিত পড়ুন: নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে কার্যত শেষ চারে দক্ষিণ আফ্রিকা
বোর্ডে বিশাল রান। পেসারদের চার উইকেট। অবশেষে বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ আক্রমণে। প্রথম ওভারেই ব্রেক থ্রু দিলেন মহারাজ।
মার্কো জানসেন ও জেরাল্ড কোৎজের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করছিল নিউজিল্যান্ড। অধিনায়ক ল্যাথামকে ফিরিয়ে জোরালো ধাক্কা দিলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা।
ডট বলের চাপ! সম্ভবত তাই। এ বারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী রাচিন রবীন্দ্র। গত ম্যাচেও সেঞ্চুরি করেছেন। রান তাড়ায় তাঁর থেকে বড় ইনিংসের প্রত্যাশা ছিল। মার্কো জানসেনের শর্টপিচ ডেলিভারিতে থার্ড ম্যানে সহজ ক্যাচে ফিরলেন।
কনওয়ে-ইয়ং জুটি ভাঙলেন মার্কো জানসেন।
ওপেনিংয়ে ডেভন কনওয়ে ও উইল ইয়ং জুটি।
কিউয়িদের ৩৫৮ রানের লক্ষ্য দিয়ে শেষ হল প্রোটিয়াদের ইনিংস।
১১৬ বলে ১১৪। দলকে অনেকটা এগিয়ে দিয়ে ফিরলেন কুইন্টন ডি কক।
এ বারের বিশ্বকাপে আরও একটি সেঞ্চুরি কুইন্টন ডি’ককের। তেইশের বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরি।
যৌথভাবে শতরান এল দক্ষিণ আফ্রিকার ঝুলিতে। হাফ সেঞ্চুরি করলেন কুইন্টন ডি কক।
প্যাভিলিয়নে ফিরলেন বাভুমা। প্রোটিয়া অধিনায়ককে ফেরালেন ট্রেন্ট বোল্ট।
প্রোটিয়াদের হয়ে ওপেনিংয়ে কুইন্টন ডি কক ও অধিনায়ক তেম্বা বাভুমা।
টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠালেন কিউয়ি অধিনায়ক টম ল্য়াথাম।