ICC ODI World Cup: মায়ানগরীতে ফের লুকিয়ে ডেট শুভমন-সারার! কোথায় দেখা গেল দু’জনকে?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 01, 2023 | 2:17 PM

Shubman-Sara:বহুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই গুঞ্জন, সচিন কন্যার সঙ্গে ডেট করছেন ভারতীয় তরুণ ওপেনার শুভমন গিল। এক বার নয়, বহু বার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। সোশ্যাল মিডিয়ার হটকেক এখন শুভমন-সারা। নেটিজেনরা এখনই সারার নামের পাশে 'ভাবি' ও জুড়ে দিয়েছেন। বিশ্বকাপের ম্যাচে গিলের হয়ে গলা ফাটাতে গ্য়ালারিতে দেখা গিয়েছে সারাকে। শুভমন ক্য়াচ নিতেই, সারার মুখে মিষ্টি হাসি!

ICC ODI World Cup: মায়ানগরীতে ফের লুকিয়ে ডেট শুভমন-সারার! কোথায় দেখা গেল দুজনকে?
শুভমন গিল ও সারা আলি খান

Follow Us

মুম্বই: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মাঝেই ফের নজরে শুভমন গিল (Shubman Gill) ও সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। বৃহস্পতি বার শ্রীলঙ্কার (Sri Lanka)বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ইতিমধ্যেই মুম্বইয়ে পৌঁছেছে টিম ইন্ডিয়া (Team India)। সেখানে সচিন (Sachin Tendulkar)কন্যার সঙ্গে একান্তে একটু সময় কাটিয়ে নিলেন গিল। সকলের নজর এড়াতে চাইলেও পাপারাৎজিদের চোখ থেকে বাঁচা যে কঠিন!  ঠিক তাই পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিলেন দু’জন। মুম্বইয়ের কোথায় দেখা গেল তাঁদের? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বহুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই গুঞ্জন, সচিন কন্যার সঙ্গে ডেট করছেন ভারতীয় তরুণ ওপেনার শুভমন গিল। এক বার নয়, বহু বার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। সোশ্যাল মিডিয়ার হটকেক এখন শুভমন-সারা। নেটিজেনরা এখনই সারার নামের পাশে ‘ভাবি’ ও জুড়ে দিয়েছেন। বিশ্বকাপের ম্যাচে গিলের হয়ে গলা ফাটাতে গ্য়ালারিতে দেখা গিয়েছে সারাকে। শুভমন ক্য়াচ নিতেই, সারার মুখে মিষ্টি হাসি! নিমেষে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই মুহূর্তের ছবি। এ বার মুম্বই পৌঁছে সারার সঙ্গে দেখা করলেন শুভমন। বাণিজ্য নগরীর এক রেস্তোরাঁয় দেখা গেল দু’জনকে। সারার পরনে ছিল লাল গাউন। তবে এক সঙ্গে নয়, আলাদা-আলাদা রেস্তোরাঁ থেকে বের হলেন গিল ও সারা। আর এখান থেকেই দুইয়ে-দুইয়ে চার করেছেন নেটিজ়েনরা। তাঁদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি যে একসঙ্গেই ছিলেন দু’জন।


চলতি বিশ্বকাপের মাঝে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন গিল। অসুস্থতার জন্য় প্রথমের দিকের ম্য়াচ মিস করেন। সিনিয়র বিশ্বকাপে এ বারই অভিষেক হয়েছে শুভমনের। সুস্থ হয়ে ব্য়াট বলের বৃত্তে ফিরলেও সেই ছন্দে এখনও পাওয়া যায়নি তাঁকে। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সপ্তম জয়ের সন্ধানে মাঠে নামবে মেন ইন ব্লু। নজর থাকবে গিলের দিকে। বড় ম্যাচের আগে একটু নিঃশ্বাস নিতেই কি সারার সঙ্গে ডেট? এমন প্রশ্নও ছুঁড়ে দিচ্ছেন অনেকে।

 

Next Article