ICC ODI World Cup 2023: মাস্ক-টুপি-কালো চশমার ছদ্মবেশে মুম্বইয়ের রাস্তায় এক ভারতীয় ক্রিকেটার! কে তিনি?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 01, 2023 | 3:38 PM

Suryakumar Yadav: এক ক্যামেরাম্যানকে দেখা গিয়েছে মেরিন ড্রাইভে। আরবসাগরের তীরে ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা মুম্বইকরদের ইন্টারভিউ নিয়েছেন তিনি। তাঁকে দেখে সাংবাদিকই মনে হয়েছে। ক্যামেরা হাতে যাঁরা ছুটে বেড়ান সর্বত্র। তেমনই প্রচারমাধ্যমের এক প্রতিনিধি বিশ্বকাপ নিয়ে ক্রিকেট ভক্তদের মতামত জানতে চেয়েছেন। কে জানত, মাস্ক-টুপি-কালো চশমার ছদ্মবেশে রয়েছেন এক ভারতীয় ক্রিকেটার। কে তিনি?

ICC ODI World Cup 2023: মাস্ক-টুপি-কালো চশমার ছদ্মবেশে মুম্বইয়ের রাস্তায় এক ভারতীয় ক্রিকেটার! কে তিনি?
ক্যামেরা হাতে সূর্যকুমার যাদব

Follow Us

মুম্বই: টুপিটা মাথায় উল্টো করে বসানো। মুখে মাস্ক। চোখে কালো সানগ্লাস। পরনে প্রিন্টেড ফুলস্লিভ শার্ট। হাতে হ্য়ান্ডিক্যাম। একঝলক দেখলে মনে হবে ইলেকট্রনিক মিডিয়ার কোনও প্রতিনিধি। কাজও সেই রকমই করলেন তিনি। মুম্বই ক্রিকেট অন্তঃপ্রাণ। শিবাজি পার্ক হোক নভিমুম্বই, অষ্টপ্রহর চলছে ক্রিকেট খেলা। ব্যাট-বলের তুমুল প্রেমে মগ্ন বানিজ্য নগরী বিশ্বকাপ নিয়ে কী ভাবছে? বৃহস্পতিবার শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে খেলা ওয়াংখেড়েতে। যে শ্রীলঙ্কাকে হারিয়ে ১২ বছর আগে বিশ্বকাপ (World Cup 2023) জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত (Team India)। ১৯৮৩ সালের পর সেই ছিল দ্বিতীয় বিশ্বকাপ জয়। ১২ বছর পর রোহিত শর্মার ভারত আবার জিততে পারে কাপ। রোহিত যেমন মুম্বইয়ের ছেলে, তেমনই বিশ্বকাপ টিমে আরও কয়েকজন রয়েছে মুম্বইয়ে ক্রিকেটার। তাঁদেরই একজন ঘটালেন চমকপ্রদ ঘটনা। কে সেই ক্রিকেটার, কী করলেন তিনি? TV9Bangla Sportsএ বিস্তারিত।

এক ক্যামেরাম্যানকে দেখা গিয়েছে মেরিন ড্রাইভে। আরবসাগরের তীরে ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা মুম্বইকরদের ইন্টারভিউ নিয়েছেন তিনি। তাঁকে দেখে সাংবাদিকই মনে হয়েছে। ক্যামেরা হাতে যাঁরা ছুটে বেড়ান সর্বত্র। তেমনই প্রচারমাধ্যমের এক প্রতিনিধি বিশ্বকাপ নিয়ে ক্রিকেট ভক্তদের মতামত জানতে চেয়েছেন। কে জানত, মাস্ক-টুপি-কালো চশমার ছদ্মবেশে রয়েছেন এক ভারতীয় ক্রিকেটার। কে তিনি? তাঁর নাম সূর্যকুমার যাদব। যিনি বিশ্বকাপের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দায়ত্বশীল ৪৯ রানের ইনিংস খেলেছিলেন। যাঁকে ক্রিকেট মহল আদর করে মিস্টার থ্রি-সিক্সটি ডিগ্রি বলে ডাকে। সাংবাদিকের ছদ্মবেশে তিনি একের পর ফ্যানের ইন্টারভিউ নিয়েছেন। কিন্তু কেউই বুঝতে পারেননি। বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিয়োতে ওই সাংবাদিকের পরিচয় ফাঁস না হলে সূর্যকে চেনাই যেত না। সূর্য বলছেন, ‘আজ আমি ক্য়ামেরাম্যানের ভূমিকায় থাকছি। রাস্তায় মজা করব আর ক্রিকেট নিয়ে আলোচনা করব।’

সূর্যর নানা প্রশ্নের উত্তরে এক সমর্থক আবার তাঁকে নিয়েই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ওই ভক্ত বলেছেন, ‘সূর্যকে খেলতে দেখা এক অন্য রকমের তৃপ্তি। ওকে খেলতে দেখি ভাবি, কী করে এত সহজে শটগুলো মারে। ওয়াংখেড়েতে ওকে খেলতে দেখার জন্য মুখিয়ে আছি। আমি জানি, ও খেলবে।’ অবশ্য ভক্তদের একেবারে নিরাশও করেননি সূর্য। মাস্ক, টুপি, চশমা খুলে দাঁড়িয়েছেন সমর্থকদের সামনে। বিস্মিত ভক্তদের সঙ্গে তুলেছেন ছবিও।

Next Article