Watch Video: CPL-এ উঠল পুরান ঝড়, গেইলের রেকর্ড ভেঙে নাইট রাইডার্সকে জেতালেন নিকোলাস

Sep 01, 2024 | 2:05 PM

Caribbean Premier League: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জয় দিয়ে যাত্রা শুরু করল শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন নিকোলাস পুরান। কিন্তু ওয়ার্নার পার্কে রীতিমতো ঝড় তুলেছিলেন ক্যারিবিয়ান পাওয়ারহিটার।

Watch Video: CPL-এ উঠল পুরান ঝড়, গেইলের রেকর্ড ভেঙে নাইট রাইডার্সকে জেতালেন নিকোলাস
CPL-এ উঠল পুরান ঝড়, গেইলের রেকর্ড ভেঙে নাইট রাইডার্সকে জেতালেন নিকোলাস

Follow Us

কলকাতা: নিকোলাস পুরান, নাম তো শুনা হোগা… এ কথাই হয়তো বলতে হচ্ছে এখন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটারের জন্য। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (Caribbean Premier League) জয় দিয়ে যাত্রা শুরু করল শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। কিন্তু ওয়ার্নার পার্কে রীতিমতো ঝড় তুলেছিলেন ক্যারিবিয়ান পাওয়ারহিটার পুরান। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে ৪৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতেছে নাইট রাইডার্স। এই ম্যাচে ৯ ছক্কা হাঁকিয়ে এক ক্যালেন্ডার বর্ষে ক্রিস গেইলের (Chris Gayle) সর্বাধিক ছয় মারার রেকর্ড ভেঙেছেন পুরান।

প্যাট্রিয়টসের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন পুরান। জেসন রয় ও সুনীল নারিনের ওপেনিং জুটিতে ৪৪ রান ওঠে। ১৯ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হন নারিন। এরপর মাঠে নামেন নিকোলাস পুরান। ৪৩ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন তিনি। যেখানে ৭টি চার ও ৯টি ছয় ছিল। তাঁর পাশাপাশি ক্যাসি কার্টি ৩৫ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। সেই সুবাদে ৪ উইকেটে টিকেআর তোলে ২৫০ রান। এটি সিপিএলের ইতিহাসে তৃতীয় সর্বাধিক স্কোর।

নাইটদের দেওয়া টার্গেট প্যাট্রিয়টস পূরণ করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৬ রান তোলে তারা। যার ফলে ৪৪ রানে ম্যাচ জিতেছেন নারিন-পুরানরা। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন নিকোলাস পুরান। এ বছর এখনও অবধি পুরানের ব্যাটে এসেছে ১৩৯টি ছয়। ২০১৫ সালে ক্রিস গেইল এক ক্যালেন্ডার বছরে ১৩৫টি ছয় মেরেছিলেন। এ বার সেই রেকর্ড ভেঙে ফেলেছেন পুরান।

Next Article