কলকাতা: অরেঞ্জ আর্মি পেল ১৭তম আইপিএলে আর এক নতুন তারকা। বছর কুড়ির নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে। বিশাখাপত্তনমের ছেলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করে শিরোনামে এসেছেন। এটা তাঁর প্রথম আইপিএল নয়। গত বারের আইপিএলে (IPL) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিনি ২টো ম্যাচ খেলেছিলেন। কিন্তু নজর কাড়তে পারেননি। এ বারের আইপিএলে আপাতত ২টো ম্যাচ কমলা জার্সিতে খেললেন নীতীশ। সিএসকের বিরুদ্ধে ১৪ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন নীতীশ। সেই ম্যাচে বল করেননি তিনি। পঞ্জাবের বিরুদ্ধে তিনি পুরো অলরাউন্ড পারফরম্যান্স দেখানোর সুযোগ পেয়েছেন। এই নীতীশ এক সময় ছিলেন সিএসকে শিবিরে। ধোনির টিমে ঠিক কী ভূমিকা ছিল তাঁর?
মাহির সিএসকেতে নীতীশ ছিলেন কুঁড়ি…
২০২১ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নেট বোলার হিসেবে চেন্নাই সুপার কিংস শিবিরে ছিলেন নীতীশ কুমার রেড্ডি। সে বারের আইপিএলের দ্বিতীয় পর্ব যখন ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে স্থানান্তরিত হয়েছিল, সেই সময় সিএসকে টিমের সঙ্গে নেট বোলার হিসেবে ছিলেন নীতীশ কুমার রেড্ডি। মহেন্দ্র সিং ধোনি বরাবর তরুণে আস্থা রাখেন। যে কারণে বছর ১৮-র নীতীশের উপর ২০২১ এর আইপিএলে সিএসকে আস্থা রেখেছিল। নেটে ধোনি, জাডেজার মতো ক্রিকেটারদের বল করার সুযোগ পেয়েছিলেন নীতীশ।
ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে নীতীশ কুমার ধন্যবাদ জানিয়েছেন অরেঞ্জ আর্মির অধিনায়ক প্যাট কামিন্সকে। নীতীশ জানান, অধিনায়ক তাঁকে নিজের পছন্দমতো বোলিং করার স্বাধীনতা দিয়েছিলেন। যা তাঁকে সাফল্য এনে দিতে সাহায্য করেছিল। আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে নীতীশ ম্যাচের শেষে বলেন, ‘আমি নিজের বোলিং নিয়ে সব সময় আত্মবিশ্বাসী ছিলাম। আমি যে উইকেটটা নিয়েছি ওটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি প্যাটকে জানিয়েছিলাম স্লোয়ার বাউন্সার দিতে চাই। প্রথমে ও বলেছিল তার প্রয়োজন নেই। হার্ড লেন্থে হিট করতে পরেছিল। আমি আবার ওকে জানাই যে আমি স্লোয়ার বাউন্ডার দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। ও আমাকে জানিয়েছিল যদি নিজের উপর আত্মবিশ্বাস থাকে। তা হলে যেন আমি সে ভাবেই বল করি। আমাকে প্যাট স্বাধীনতা দিয়েছিল। এবং সেটা কাজে দিয়েছিল।’
শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩৭ বলে ৬৪ রানের ইনিংস উপহার দেন নীতীশ কুমার রেড্ডি। আর বল হাতে ৩ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। বছর কুড়ির নীতীশ ঝুলিতে ভরেছেন ম্যাচের সেরার পুরস্কার।