কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) কি স্বার্থপর? ক’দিন আগে টুইটার ট্রেন্ডিংয়ে ছিল এই টপিক। সেখানে বলা হচ্ছিল, সেঞ্চুরি করার জন্য স্বার্থপর হয়ে উঠেছেন বিরাট। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬৭ বলে সেঞ্চুরি করেছেন বিরাট। টিম জেতেনি তাতে। আরসিবির হারের পিছনে মন্থর সেঞ্চুরি কতটা দায়ী, তা নিয়ে কথা উঠছিল। আইপিএলের ইতিহাসে এর আগে ৬৭ বলে সেঞ্চুরি করেছেন মণীশ পাণ্ডে। তাঁকেই ছুঁয়েছেন বিরাট। যা নিয়ে ঝড় উঠে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্ট্রাইক রেট কার কতটা ভালো, কে নিজেকে উন্নত করেছেন, এ সব নিয়েই চলছে চর্চা। তার মধ্যেই অনেকেই বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে কথা বলা শুরু করে দিয়েছেন। বিরাটের বিশ্বকাপ টিমে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন করছেন কেউ কেউ। বিরাটের বিরুদ্ধে ‘লবি’ চলছে বলে দিচ্ছেন তাঁৎ ছেলেবেলার কোচ।
রাজকুমার শর্মা ছেলেবেলার কোচ বিরাটের। আজকের বিরাটের পিছনে রয়েছে দিল্লির কোচের রয়েছে অনেক অবদান। সেই রাজকুমার ইন্ডিয়া নিউজকে দেওয়া ইন্টারভিউতে বলে দিচ্ছেন, ‘একটা লবি বিরাটের বিরুদ্ধে কাজ করছে। যারা এজেন্ডা নিয়ে চলছে। তারা সব সময় তাদের এজেন্ডাকে তুলে ধরার চেষ্টা করছে। যারা ক্রিকেট ভক্ত, যারা খেলাটার অ্যানালিস্ট, তাদের অবশ্য এই এজেন্ডা নিয়ে কিছু যায় আসে না। রাজা যে, সে রাজাই থেকে যায়। যে ক্রিকেটের প্রাথমিক পাঠ জানে, সে কখনও এমন নির্বোধের মতো কাজ করবে না।’
আরসিবি হয়তো এই আইপিএলেও সেরাটা দিতে পারছে না। কিন্তু প্রতি ম্যাচে রান পাচ্ছেন বিরাট। ৫ ম্যাচে ৩১৬ রান করে ফেলেছেন বিরাট। স্ট্রাইক রেট ১৪৬.৩৩। গড় ১০৫.৩৩। তাঁকে বাদ দিলে আর কোনও ক্রিকেটার হাফসেঞ্চুরিও করতে পারেননি। রাজকুমারের যুক্তি, ‘যে সব লোক এই সব নির্বোধের মতো কথা বলে চলেছে, তারা ম্যাচের কিছু বোঝে বলে মনে হয় না। কোন পরিস্থিতি, কোন জটিলতার মধ্যে দাঁড়িয়ে একটা টিম লড়াই করছে। এই সব লোকেরা খবরে থাকার জন্য এটা করে। যদি কোনও সাধারণ ক্রিকেটারকে নিয়ে বিতর্কিত কিছু বলা হয়, তা হলে কিন্তু হেডলাইনে থাকা যাবে না। কিন্তু বিরাট কোহলির মতো ক্রিকেটারকে নিয়ে বললে হেডলাইনে জায়গা পাওয়া যাবে।’