নয়াদিল্লি : মরসুমের মাঝপথে বাদ পড়া। নেতৃত্বও গিয়েছে। ড্রেসিংরুমে কয়েকজন সতীর্থর সঙ্গেও সম্পর্ক ভালো নয়। সব মিলিয়ে দিল্লি ক্রিকেট সংস্থার উপর বেশ অসন্তুষ্ট নীতীশ রানা। দল ছাড়তে চাইছেন তিনি। দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন নীতীশ (Nitish Rana)। নানা কারণে রাজধানীর টিমের হয়ে আর খেলতে চান না তিনি। দিল্লি ক্রিকেট সংস্থার (DDCA) কাছে ইতিমধ্যেই নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছেন কলকাতা নাইট রাইডার্স তারকা। দিল্লির সমস্যা শুধু নীতীশকে নিয়েই নয়। তাঁর পাশাপাশি ধ্রুব শোরেও ছাড়তে চাইছেন দিল্লি টিম। গত মরসুমে রঞ্জি ট্রফিতে তিনিই ছিলেন টিমের সর্বাধিক রান সংগ্রহকারী। আসন্ন ঘরোয়া মরসুমে তাঁরা আর দিল্লির হয়ে খেলতে চান না দু’জনে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত মরসুমের মাঝপথে নীতীশকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর ফিরলেও নিজেকে বাকি ম্যাচ থেকে সরিয়ে নিয়েছিলেন। পাশাপাশি যশ ধুলকে অধিনায়ক করার সিদ্বান্ত মেনে নিতে পারেননি। অন্যদিকে ধ্রুব শোরে সাদা বলের ক্রিকেটে খেলার ইচ্ছে প্রকাশ করলেও সুযোগ পাচ্ছিলেন না। গত মরসুমে রঞ্জিতে ৮৫৯ রান করেন তিনি। গত মরসুমের শেষ থেকে দু’জনই বিকল্প খুঁজছিলেন। সেইমতো এই মরসুমের শুরুতে দিল্লি ক্রিকেট থেকে অব্যাহতি চেয়েছেন নীতীশ ও ধ্রুব। এর সত্যতা স্বীকার করেছেন দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব রাজন মনচন্দা। তাঁর আশা, দুই ক্রিকেটারের সমস্যাগুলি যদি ধৈর্য ধরে শোনা হবে। যাতে বোঝা যায় যে তাঁরা কেন এই সিদ্ধান্ত নিতে চলেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিডিসিএ-র এক কর্তা বলেছেন, “নীতীশ ক্ষুব্ধ কারণ তাঁকে লাল বলের ফরম্যাট থেকে বাদ দেওয়া হয়েছিল। ক্যাপ্টেন্সিও ছিনিয়ে নেওয়া হয়েছে। আর শোরে অসন্তুষ্ট কারণ গত মরসুমে নির্বাচকরা তাঁকে লাল বলে বিশেষজ্ঞ বানিয়ে দিয়েছিল। তাই তিনি সরে যেতে চাইছেন।”