Virat Kohli: অন্তহীন বিষণ্ণতা… আরসিবির IPL সফর শেষের পর বিরাট-ডিকে-ফাফরা কী বললেন?

May 23, 2024 | 7:53 PM

Watch Video: আরসিবি একের পর এক ম্যাচ হারার পরও টিমের সমর্থকরা পাশে থেকেছেন। যে ভাবে বিরাট-ডু'প্লেসিদের প্রতি তাঁরা ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন আরসিবি তারকারা। আরসিবির শেয়ার করা এক ভিডিয়োতে দেখা গিয়েছে দলের ক্রিকেটারদের চোখে মুখে দুঃখের ছায়া।

Virat Kohli: অন্তহীন বিষণ্ণতা... আরসিবির IPL সফর শেষের পর বিরাট-ডিকে-ফাফরা কী বললেন?
Virat Kohli: অন্তহীন বিষণ্ণতা... আরসিবির IPL সফর শেষের পর বিরাট-ডিকে-ফাফরা কী বললেন?
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: পেরিয়ে গেল আইপিএলের (IPL) ১৭টা বছর। কিন্তু আরসিবি (RCB) টিমের ছবি বদল হল না। ট্রফির খরা কাটল না। বিষণ্ণতা যেন আরসিবির ক্রিকেটারদের গ্রাস করেছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরসিবি হেরে যাওয়ার পর থমথমে পরিবেশ ছিল বেঙ্গালুরুর ড্রেসিংরুমে। টানা হাফডজন ম্যাচ জিতে যে এমন ভাবে পিঙ্ক আর্মির কাছে হেরে যাবে আরসিবি, বিরাটররা তা ভাবেননি। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর বিরাট কোহলি, দীনেশ কার্তিক, ফাফ ডু’প্লেসিরা কী বললেন?

আরসিবি একের পর এক ম্যাচ হারার পরও টিমের সমর্থকরা পাশে থেকেছেন। যে ভাবে বিরাট-ডু’প্লেসিদের প্রতি তাঁরা ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন আরসিবি তারকারা। আরসিবির শেয়ার করা এক ভিডিয়োতে দেখা গিয়েছে দলের ক্রিকেটারদের চোখে মুখে দুঃখের ছায়া।

ড্রেসিংরুমে ফিরে বিরাট কোহলি বলেন, ‘সত্যি বলতে কী টুর্নামেন্টের প্রথম দিকে আরসিবির পারফরম্যান্স খুবই খারাপ ছিল। ক্রিকেটার হিসেবে যতটা ভালো খেলা উচিত ছিল, কেউই সেই সেরা ফর্মের ধারেকাছে যেতে পারিনি। কিন্তু একটা সময়ের পর থেকে আমরা নিজেদের আত্মসম্মানের জন্য খেলতে শুরু করেছিলাম। তখন থেকেই আত্মবিশ্বাস ফিরে এসেছিল গোটা দলের মধ্যে।’

আরসিবির আইপিএল থেকে বিদায়ের সঙ্গে সঙ্গে দীনেশ কার্তিকেরও ফেয়ারওয়েল ম্যাচ হয়ে গেল। ড্রেসিংরুমে তিনি বলেন, ‘টানা ৬ ম্যাচ জিতে আমরা প্লে অফে উঠেছিলাম। কিন্তু খেলাধুলোতে সব সময় রূপকথার মতো শেষ হবে তার কোনও নেই। একটা কঠিন দিন এলে কোনও কিছুই ঠিক হয় না। সন্ধের ম্যাচে ব্যাটিং করা সহজ। তবুও আমাদের গর্বিত হওয়া উচিত। আমরা যে মনোভাব নিয়ে খেলেছি। দেখাতে চেয়েছি যে আমরা সত্যিই কিছু করতে চাই। আশা করি ভক্তরাও আমাদের জন্য গর্বিত হবেন।’

ক্যাপ্টেন ফাফ ডু’প্লেসি মনে করেন, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরসিবি প্রায় ১৫-২০ রান কম করেছিল। যা ম্যাচে তফাৎ গড়ে দিয়েছিল।

Next Article