Virat Kohli: বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে হার, ‘লজ্জিত নই’ বলছেন বিরাট!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 06, 2023 | 6:19 PM

Virat Kohli on loss to Pakistan: বিশ্বকাপের মঞ্চেও গত মাসে পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। তবে ঘুরে ফিরে আসছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হার। সেই বিশ্বকাপ শুরুর আগেই বিরাট কোহলি জানিয়েছিলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের নেতৃত্ব ছাড়ার কথা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরসিবির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথাও ঘোষণা করেন বিরাট। তাঁর নেতৃত্বে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নেয় ভারত।

Virat Kohli: বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে হার, লজ্জিত নই বলছেন বিরাট!
Image Credit source: ICC

Follow Us

নয়াদিল্লি: বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে একতরফা রেকর্ড ছিল ভারতের। ওয়ান ডে ফরম্যাটে এখনও রয়েছে। যদিও টি-টোয়েন্টি সেই রেকর্ড ভেঙেছে। বিশ্বকাপে ভারত মাত্র একবারই পাকিস্তানের কাছে হেরেছে। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বে সেই লজ্জার হার। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারে ভারত। ওয়ান ডে বিশ্বকাপে আট বার দু-দল মুখোমুখি হলেও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। টি-টোয়েন্টিতে সেই হার নিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীদের এখনও আক্ষেপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সে বারই প্রথম গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছিল ভারত। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি অবশ্য সেই হার নিয়ে লজ্জিত নন। এমনটাই জানালেন কিং কোহলি। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মাসদুয়েক আগে এশিয়া কাপে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। বিশ্বকাপের মঞ্চেও গত মাসে পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। তবে ঘুরে ফিরে আসছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হার। সেই বিশ্বকাপ শুরুর আগেই বিরাট কোহলি জানিয়েছিলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের নেতৃত্ব ছাড়ার কথা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরসিবির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথাও ঘোষণা করেন বিরাট। তাঁর নেতৃত্বে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নেয় ভারত। পাকিস্তানের কাছে হারে ব্যাকফুটে ছিল।

বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে সেই হারের প্রসঙ্গে বিরাট বলেন, ‘পাকিস্তানের কাছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই হার কিন্তু গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মাথায় ছিল না। খেলাতেও বড় হিউম্যান এরর হয়। একই দল জিতবে এর কোনও গ্যারান্টি থাকে না। আমরা বছরের পর বছর পাকিস্তানের বিরুদ্ধে জিতে আসছিলাম। কিন্তু ওই ম্যাচটাতে পাকিস্তান আমাদের সব বিভাগেই উড়িয়ে দিয়েছে। আর এটা স্বীকার করতে কোনও লজ্জার ব্যাপার নেই। আমাদের কাছে এই ম্যাচ একটা সতর্কবার্তা ছিল। এটা ভেবে কখনোই মাঠে নামা উচিত নয় যে, আমরাই জিতব।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে মহাকাব্যিক ম্যাচে হারিয়েছিল ভারত। কানায় কানায় পূর্ণ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রান তাড়ায় ব্যাকফুটে ছিল ভারতীয় দল। দ্রুত চার উইকেট হারায়। এরপর বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার গুরুত্বপূর্ণ জুটি। বিরাট কোহলির অভাবনীয় ইনিংসে পাকিস্তানকে হারায় ভারত।

Next Article