India Tour of Bangladesh: বাংলাদেশ সফরে হরমনপ্রীতদের অন্তর্বর্তীকালীন কোচ হলেন নুশিন আল কাদির

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 05, 2023 | 4:29 PM

IND W vs BAN W: ভারতের মহিলা ক্রিকেট দলের বাংলাদেশ সফরে কোচ হিসেবে যাবেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের নুশিন আল কাদির (Nooshin Al Khadeer)।

India Tour of Bangladesh: বাংলাদেশ সফরে হরমনপ্রীতদের অন্তর্বর্তীকালীন কোচ হলেন নুশিন আল কাদির
বাংলাদেশ সফরে হরমনপ্রীতদের অন্তর্বর্তীকালীন কোচ হলেন নুশিন আল কাদির
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: আর ৩ দিন পর শুরু হবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women’s Cricket Team) বাংলাদেশ সফর। কয়েকদিন আগেই এই সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ এবং তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবেন হরমনপ্রীত কৌররা। এই বাংলাদেশ সফরে (India Tour of Bangladesh) ভারতীয় দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে যাবেন নুশিন আল কাদির। চলতি বছরে ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের কোচ ছিলেন নুশিন আল কাদির (Nooshin Al Khadeer)। এ বার হ্যারিদের সঙ্গে বাংলাদেশ সফরে যাচ্ছেন তিনি। কিন্তু কেন তিনি টিম ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ওপার বাংলায় যাচ্ছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০২২ সালের ডিসেম্বরে রমেশ পাওয়ার হরমনপ্রীতদের হেড কোচের দায়িত্ব ছেড়েছিলেন রমেশ পাওয়ার। তারপর থেকে কোচহীন অবস্থায় রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সদ্য ভারতের প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকরকে নির্বাচক প্রধান হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। তার আগে ভারতের মহিলা ক্রিকেট দলের হেড কোচ বাছার কথা ছিল বিসিসিআইয়ের। কিন্তু তা এখনও হল না। বোর্ডের তিন সদস্যের পরামর্শদাতা কমিটি বিসিসিআইয়ের কাছে ভারতীয় সিনিয়র মহিলা দলের কোচ হিসেবে প্রাক্তন ক্রিকেটার অমল মজুমদারের নাম প্রস্তাব করেছিল। কয়েকদিন আগে থেকেই বার বার শোনা যাচ্ছিল অমল মজুমদার হতে চলেছেন হরমনপ্রীত-স্মৃতিদের নতুন কোচ। যদিও এখনও বিসিসিআইয়ের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিসিসিআইয়ের এক সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচের নাম ঘোষণা হতে পারে। কিন্তু সামনেই যেহেতু বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল, তাই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নুশিনকে নিযুক্ত করা হল।

বিসিসিআইয়ের ওই সূত্রের মতে, বাংলাদেশ সফরের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের আন্তর্জাতিক ম্যাচের আগে মাস কয়েকের বিরতি রয়েছে। ফলে বিসিসিআইয়ের হাতে মহিলা ক্রিকেট দলের কোচ বাছাইয়ের জন্য এখনও সময় রয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার, ৬ জুলাই বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। স্মৃতি মান্ধানাদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নুশিন আল কাদির ছাড়া এনসিএ কোচ অপূর্ব দেশাই (ব্যাটিং), রাজীব দত্ত (বোলিং) ও শুভদীপ ঘোষরা (ফিল্ডিং) বাংলাদেশ সফরে ভারতীয় মহিলা দলের সাপোর্ট স্টাফ হিসেবে যাবেন।

বাংলাদেশ সফরের জন্য টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ অধিনায়ক), দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমাইমা রডরিগজ, যস্তিকা ভাটিয়া, হরলীন দেওল, দেবিকা বৈদ্য, উমা ছেত্রী, অমোনজ্যোত কৌর, সাব্বিনেনি মেঘনা, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, অঞ্জলী সর্বাণী, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, অনুষা বারেড্ডি, মিন্নু মনি।

বাংলাদেশ সফরের জন্য টিম ইন্ডিয়ার ওডিআই স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ অধিনায়ক), দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমাইমা রডরিগজ, যস্তিকা ভাটিয়া, হরলীন দেওল, দেবিকা বৈদ্য, উমা ছেত্রী, অমনজ্যোত কৌর, প্রিয়া পুনিয়া, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, অঞ্জলী সর্বাণী, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, অনুষা বারেড্ডি, স্নেহ রানা।

Next Article