কলকাতা : ভেনু নিয়ে সমস্যা মিটেছে। এ বার ২০২৩ এশিয়া কাপের (Asia cup 2023) সূচির অপেক্ষা। আগামী ৩১ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে অন্তত তিনটি ম্যাচ হতে পারে। দুই দলকেই রাখা হয়েছে একই গ্রুপে। যদিও টুর্নামেন্টের সূচি এখনও প্রকাশ হয়নি। তবে প্রাথমিক সূচি সব দলকেই পাঠানো হয়েছে। সেই অনুযায়ী, ৩ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ হতে পারে। ৩১ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এতে মোট ৬টি দল অংশ নেবে। গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports–এর এই প্রতিবেদনে।
বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, যে শেষ মুহূর্তের কিছু পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। প্রাথমিক শিডিউল সব দেশের ক্রিকেট বোর্ডকে পাঠানো হয়েছে। এই সপ্তাহের শেষের দিকে এশিয়া কাপের সূচি প্রকাশ হতে পারে। তিনি জানান, বর্ষার কারণে কলম্বোতে ম্যাচ রাখায় সমস্যা হচ্ছে। এই ভেনু ভারত-পাকিস্তানের ম্যাচের জন্য উপযুক্ত ছিল। কিন্তু কলম্বোতে ভারত-পাক ম্যাচ রাখলে ব্যাঘাত ঘটনাতে পারে বৃষ্টি। রিপোর্ট অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচটি হতে পারে ডাম্বুলায়।
২০২৩ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তান ক্রিকেট বোর্ডের। বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার করায় হাইব্রিড মোডে হচ্ছে এশিয়া কাপ। বিসিসিআই প্রথমে টুর্নামেন্টটি নিরপেক্ষ ভেনুতে আয়োজনের দাবি জানিয়েছিল। কিন্তু পিসিবি তা প্রত্যাখ্যান করে। পুরো টুর্নামেন্ট পাকিস্তান থেকে স্থানান্তরিত করা হলে বাবর আজমরা এশিয়া কাপে খেলবেন না। এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল পাক ক্রিকেট বোর্ডের তরফে। যে কারণে ২টি দেশে আয়োজিত হচ্ছে এশিয়া কাপ। প্রথম চারটি ম্যাচ হবে পাকিস্তানে এবং ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ভারতীয় দল তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। ১৭ সেপ্টেম্বরের ফাইনালও হবে শ্রীলঙ্কায়।