AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Cricket: ভালো ক্যাপ্টেন এমন করে না… বাবর আজমকে নিয়ে বিরাট মন্তব্য

ICC MEN’S T20 WC 2024: এ বারই আইপিএল থেকে অবসর নিয়েছেন। এরপর আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় জানান দীনেশ কার্তিক। টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন। হার নিয়ে পাকিস্তান টিমের পরিস্থিতি যাই হোক, বাবর আজমের ক্যাপ্টেন্সি নিয়ে অসন্তুষ্ট দীনেশ কার্তিক। তাঁর আচরণ যে কোনও ভাবেই একজন দক্ষ ক্যাপ্টেনের মতো নয়, পরিষ্কার করে দিয়েছেন কার্তিক।

Pakistan Cricket: ভালো ক্যাপ্টেন এমন করে না... বাবর আজমকে নিয়ে বিরাট মন্তব্য
Image Credit: X
| Updated on: Jun 07, 2024 | 11:29 PM
Share

ক্যাপ্টেন মানে কি? প্রথম যেটা মনে হবে, টিমকে যিনি আগলে রাখবেন। আর এখানেই যেন ডাহা ফেল বাবর আজম। এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে হার দিয়ে অভিযান শুরু হয়েছে পাকিস্তানের। তাও আবার আমেরিকার কাছে হার। খেলায় হার-জিত থাকেই। তবে খাতায় কলমে অনেকটা পিছিয়ে থাকা আমেরিকার কাছে হারে পাকিস্তান ক্রিকেটে অস্বস্তি তৈরি হয়েছে। তার উপর বাবর আজমের মন্তব্য যেন টিমের প্লেয়ারদের আরও অস্বস্তিতে ফেলেছে। প্রকাশ্যেই সতীর্থদের সমালোচনা করেছেন বাবর আজম। যা নিয়ে বাবরকে ক্যাপ্টেন্সির পাঠ পড়ালেন দীনেশ কার্তিক।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন দীনেশ কার্তিক। এ বারই আইপিএল থেকে অবসর নিয়েছেন। এরপর আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় জানান দীনেশ কার্তিক। টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন। হার নিয়ে পাকিস্তান টিমের পরিস্থিতি যাই হোক, বাবর আজমের ক্যাপ্টেন্সি নিয়ে অসন্তুষ্ট দীনেশ কার্তিক। তাঁর আচরণ যে কোনও ভাবেই একজন দক্ষ ক্যাপ্টেনের মতো নয়, পরিষ্কার করে দিয়েছেন কার্তিক।

ক্রিকেট কেরিয়ারে নিজেও নেতৃত্ব দিয়েছেন। এই বিষয়টা তিনি ভালো বুঝবেন, এটাই স্বাভাবিক। একটি ক্রিকেট ওয়েবসাইটে কার্তিক বলেন, ‘একজন নেতা হিসেবে সাংবাদিক সম্মেলনে বুঝেশুনে উত্তর দিতে হয়। পরিস্থিতি যেমনই হোক, টিমের প্লেয়ারদের আড়াল করার পথ খুঁজে নিতে হয়। ড্রেসিংরুমের চার দেওয়ালে সতীর্থদের কী বলছেন, কেমন আচরণ করছে সেটা আলাদা বিষয়। তবে প্রকাশ্যে কথা বলার সময় প্লেয়ারদের পাশে দাঁড়ানো শিখতে হবে। ক্যাপ্টেন্সির ক্ষেত্রে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।’

আমেরিকার কাছে হারের পর দলের বোলিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাবর আজম। প্রকাশ্যেই বোলিং পারফরম্যান্সকে দোষারোপ করেন। বোর্ডে যথেষ্ঠ রান ছিল বলেই মনে করেন পাকিস্তান ক্যাপ্টেন। আর প্রকাশ্যে এমন বলা নিয়েই হতাশ কার্তিক।