নয়াদিল্লি: এই মুহূর্তে ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার কে? বেশিরভাগ লোকই উত্তর দেবেন বিরাট কোহলি। হাতে গোনা কয়েকজন হয়তো নাম নেবেন রোহিত শর্মারও। গুগল কিন্তু বলছে অন্য কথা। গুগলের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের সবচেয়ে ট্রেন্ডিং ব্যাটার হলেন শুভমন গিল। এই তালিকায় রয়েছেন কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্রও। বয়স মাত্র ২৩, এই বয়সেই চেজমাস্টারকে ছাপিয়ে গেলেন গিল। ক্রিকেট তাঁকে আগেই প্রিন্সের উপাধি দিয়েছে। এ বার প্রিন্সের মুকুটে যোগ হল নয়া পালক। ট্রেন্ডিং তারকা নিয়ে কী বলছে গুগলের পরিসংখ্যান? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতীয় ক্রিকেটে শুরু থেকেই জনপ্রিয় গিল। কোহলির উত্তরসূরি হিসেবেও বিবেচনা করা হয় তাঁকে। আর গোটা বিশ্বজুড়ে বিরাট কোহলির জনপ্রিয়তার কথা অজানা নয় কারও। তেইশের বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন কিং। একের পর এক দুরন্ত সব ইনিংস উপহার দিয়েছেন। ওডিআইতে ৪৯ তম সেঞ্চুরি করে ছাপিয়ে গিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে। কিন্তু এখন যাবতীয় আলো গিলকে ঘিরে। হ্যাঁ, এমনটাই বলছে গুগলের রিপোর্ট। সম্প্রতি গুগলের তরফে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে এক ক্যালেন্ডার ইয়ারে গুগলের টপ ট্রেন্ডিং ব্যাটার এখন শুভমন গিল ও রাচিন রবীন্দ্র। তবে ২০২৩ সালে গুগল সার্চে সবচেয়ে বেশি উঠে এসেছে বিরাট কোহলির নাম। গুগলের মতে শেষ ২৫ বছরে এত বেশি নাম সার্চ হয়নি কোনও তারকার।এ ছাড়া গুগল ট্রেডিংয়ে ২০২৩ সালে সেরা চার টুর্নামেন্টের মধ্যে রয়েছে ডব্লিউপিএল। পাশাপাশি এই তালিকায় রয়েছে ওডিআই বিশ্বকাপ, আইপিএল ও এশিয়া কাপ।
২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করে আলোচনায় উঠে এসেছিলেন গিল। আর চলতি বছরে ওডিআই বিশ্বকাপে হাতেখড়ি। অসুস্থতার কারণে প্রথমের দুই ম্যাচ মিস করলেও, কামব্যাক করে জ্বলে ওঠার চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি। অন্যদিকে এই বছরেই ওডিআইতে অভিষেক হয়েছে কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্রর। অভিষেকেই জাত চিনিয়েছেন ভারতীয় বংশদ্ভুত রাচিন। ব্ল্যাক ক্যাপসদের হয়ে ঝড় তুলেছেন এই তরুণ ওপেনার। ধরে নেওয়া হচ্ছে, বিশ্বকাপে এই ইয়ংস্টারদের ধারাবাহিক ভালো পারফরম্যান্সই সাফল্যের শীর্ষে পৌঁছতে সাহায্য করেছে তাঁদের।