Virat Kohli-Anushka Sharma: বিয়ের জন্মদিনে একে অপরকে কী বার্তা দিলেন বিরুষ্কা?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 12, 2023 | 12:28 PM

Virat Kohli: বিয়ের বয়স ৬ হয়েছে। ২০১৭ সালের ১১ ডিসেম্বর চার হাত এক হয়েছিল। সেই গাঁটছড়া আজও অটুট। বিয়ের ষষ্ঠ জন্মদিনে ছিল না বিশেষ কোনও বিশেষ আড়ম্বর। ঘনিষ্ঠদের সঙ্গেই কেক কেটে বিবাহবার্ষিকী পালন করেন তাঁরা। একটু দেরিতে হলেও একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন পাওয়াল কাপল। বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় একে অপরের উদ্দেশে কী বার্তা দিলেন এই সেলেব জুটি? দেখে নিন সেই নজর কাড়া ভালোবাসার বার্তা।

Virat Kohli-Anushka Sharma: বিয়ের জন্মদিনে একে অপরকে কী বার্তা দিলেন বিরুষ্কা?
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা
Image Credit source: ছবি: X

Follow Us

 

নয়াদিল্লি: সালটা ২০১৭। একসঙ্গে পথ চলা শুরু হয়েছিল বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma)। মাঝে কেটে গিয়েছে ৬ টা বছর। তবে ভালোবাসায় কোনও কমতি নেই। একে অপরের ছায়াসঙ্গী হয়ে দিব্যি কাটছে দিন। বিরুষ্কার জীবনটা আলোয় ভরিয়ে রেখেছে তাঁদের ছোট্ট মেয়ে ভামিকা। গতকাল, অর্থাৎ ১১ ডিসেম্বর ছিল বিরাট ও অনুষ্কার ষষ্ঠ বিবাহবার্ষিকী। বিশেষ কোনও জাঁকজমক ছিল না এদিন। ঘরোয়া পার্টি দিয়েই ভালোবাসার দিনটা উদযাপন করলেন পাওয়ার কাপল। দেরি করে হলেও একে অপরকে শুভেচ্ছা জানাতে ভুললেন না এই সেলেব জুটি। ভালোবাসার দিনে একে অপরকে কী বার্তা দিলেন তাঁরা? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

জীবনে বাঁচতে গেলে সবচেয়ে বেশি কীসের প্রয়োজন? গভীরভাবে ভেবে দেখলে উত্তর হবে একটা ভরসার হাত কিংবা একটা কাঁধ, যার উপর ভর করে বাকি জীবনটা দিব্যি কাটিয়ে দেওয়া যায়। বর্তমান প্রজন্মের কাছে এমনই এক জ্বলন্ত উদাহরণ বিরুষ্কা। নেটিজেনরা আগেই পারফেক্ট কাপলের তকমা দিয়েছে এই জুটিকে। চলার পথে ভালোবাসা, বন্ধুত্বর ঠিক কতটা প্রয়োজন তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন বিরুষ্কা। বিয়ের বয়স ৬ হয়েছে। ২০১৭ সালের ১১ ডিসেম্বর চার হাত এক হয়েছিল। সেই গাঁটছড়া আজও অটুট। বিয়ের ষষ্ঠ জন্মদিনে ছিল না বিশেষ কোনও বিশেষ আড়ম্বর। ঘনিষ্ঠদের সঙ্গেই কেক কেটে বিবাহবার্ষিকী পালন করেন তাঁরা। একটু দেরিতে হলেও একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন পাওয়াল কাপল।


বিরাটের সঙ্গে আদরমাখা একটি ছবি দিয়ে অনুষ্কা লিখেছেন, “ভালোবাসায় পূর্ণ একটি দিন কাটল পরিবার এবং বন্ধুদের সঙ্গে। তবে ইনস্টাগ্রামে পোস্ট করতে কি দেরি করে ফেললাম? অন্তহীনের ছয় বছর পূর্ণ হল আমার ভালোবাসার মানুষটার সঙ্গে।’ অন্যদিকে বিরাটও বিবাহবার্ষিকীর ছবি শেয়ার করতে ভোলেননি। তবে কোনও কথায় নয়, ভালোবাসায় জুড়ে থাকার একটা ইমোজি দিয়েই মনের ভাব উজাড় করে দি্য়েছেন কোহলি।


 

 

Next Article