Travis Head: বক্সিং ডে টেস্টে নেই ট্রাভিস হেড? অজি কোচের কথায়…
India vs Australia Boxing Day Test: গাব্বায় দ্বিতীয় ইনিংসে অজি ব্যাটিংয়ের সময় দেখা যায়, রান নিতে সমস্যায় পড়ছেন ট্রাভিস হেড। তাঁর হ্যামস্ট্রিংয়ে সমস্যা রয়েছে। ট্রাভিস হেডের কী পরিস্থিতি, খোলসা করলেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
গত দু-বছরের নিরিখে ধরলে, অজি দলে ভারতের সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে উঠেছেন ট্রাভিস হেড। ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালই হোক আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ও ট্রফির মধ্যে ফারাক গড়ে দিয়েছিলেন ট্রাভিস হেডই। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতেও বিধ্বংসী পারফরম্যান্স। তবে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে রান পাননি। গাব্বায় দ্বিতীয় ইনিংসে অজি ব্যাটিংয়ের সময় দেখা যায়, রান নিতে গিয়ে সমস্যায় পড়ছেন ট্রাভিস হেড। তাঁর হ্যামস্ট্রিংয়ে সমস্যা রয়েছে। যা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে অজি শিবিরে। ট্রাভিস হেডের কী পরিস্থিতি, খোলসা করলেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
চলতি সিরিজে তিন ম্যাচে পাঁচ ইনিংসে ৪০৯ রান করেছেন ট্রাভিস হেড। এর মধ্যে দুটো সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি। ব্যাটিং গড় ৮১.৮০। তাঁকে নিয়ে অজি কোচ বলছেন, ‘ওকে আরও একটু পরিশ্রম করতে হবে। এই মুহূর্তে যদিও খুব একটা চিন্তা নেই।’ তা হলে কি হেড খেলবেন তা নিশ্চিত বলা যায়? এর উত্তরে ম্যাকডোনাল্ড বলছেন, ‘আমিও নিশ্চিত নই। ওর ট্রেনিং দেখতে হবে। আমি আত্মবিশ্বাসী, হেড খেলবে।’
সোমবার প্র্যাক্টিস করেননি ট্রাভিস হেড। মঙ্গলবারও হালকা অনুশীলন। ম্যাচের আগের দিন হয়তো পরিস্থিতি আরও ভালো বোঝা যাবে। ট্রেনিংয়ে যে টুকু দেখেছেন, সেই প্রসঙ্গে যোগ করেন, ‘ওকে ব্যাটিং অনুশীলনে সাবলীলই লাগছিল। তবে ওকে খেলালে কতটা ঝুঁকি হতে পারে, আমরা সেই বিষয়গুলো নিয়ে ভাবছি। আমার তরফ থেকে আপাতত ওকে নিয়ে খুব বেশি চিন্তা নেই।’
এই খবরটিও পড়ুন
সিরিজের এটি চতুর্থ ম্যাচ। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পর নিউ ইয়ার টেস্ট হবে সিডনিতে। মেলবোর্নে হেডকে খেলালে এবং চোট বাড়লে আরও সমস্যায় পড়বে অস্ট্রেলিয়া। যে কারণে এখনই যে হেডের চিত্রটা দু-শো শতাংশ পরিষ্কার, বলা যায় না।