Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফিরে দেখা সচিনের শততম সেঞ্চুরি

আজকের দিনটা বিশ্ব ক্রিকেটের এক ঐতিহাসিক দিন। একজন ব্যাটসম্যান যে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরি (100th International Century) করতে পারে, সেই স্বপ্নটা সত্যি হয়েছিল আজকের দিনেই। ২০১২ সালের ১৬ মার্চ। বাংলাদেশের বিরুদ্ধে একটা সেঞ্চুরি সচিনকে (Sachin Tendulkar) পৌঁছে দিয়েছিল এক অন্য উচ্চতায়।

| Updated on: Mar 16, 2021 | 6:49 PM
এই বিশেষ দিনে আইসিসি টুইট করে শুভেচ্ছা জানায় সচিনকে।

এই বিশেষ দিনে আইসিসি টুইট করে শুভেচ্ছা জানায় সচিনকে।

1 / 5
২০১১ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৯তম শতরান করেন মাস্টার ব্লাস্টার।

২০১১ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৯তম শতরান করেন মাস্টার ব্লাস্টার।

2 / 5
৯৯তম শতরান থেকে ১০০তম শতরানে পৌঁছতে মাস্টার ব্লাস্টারের এক বছর সময় লেগেছিল।

৯৯তম শতরান থেকে ১০০তম শতরানে পৌঁছতে মাস্টার ব্লাস্টারের এক বছর সময় লেগেছিল।

3 / 5
টেস্ট ক্রিকেটে ৫১টি ও একদিনের ক্রিকেটে ৪৯টি শতরান করেন সচিন।

টেস্ট ক্রিকেটে ৫১টি ও একদিনের ক্রিকেটে ৪৯টি শতরান করেন সচিন।

4 / 5
আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সচিনের শেষ শতরান।(সৌজন্যে-টুইটার)

আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সচিনের শেষ শতরান।(সৌজন্যে-টুইটার)

5 / 5
Follow Us: