Rahul Dravid: নির্ভরতার দেওয়াল গড়েছিলেন, আজ টেস্টে দ্রাবিড়ীয় যুগের শুভসূচনার দিন

ভারতীয় ক্রিকেটের ত্রিমূর্তির টেস্ট অভিষেকের শুভলগ্ন। বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলী। বর্তমানে তিনজন বিভিন্নভাবে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন।

| Edited By: | Updated on: Jun 20, 2022 | 6:11 PM
১৯৯৬ সালে লর্ডসে সৌরভ গাঙ্গুলী এবং রাহুল দ্রাবিড়ের একসঙ্গে টেস্ট অভিষেক ঘটে। অভিষেক টেস্টে নিজের জাত চিনিয়েছিলেন। একটুর জন্য শতরান ফসকালেও ৯৫ রানের ঝকঝকে ইনিংস এসেছিল তরুণ অভিষেককারীর ব্যাটে। (ছবি:টুইটার))

১৯৯৬ সালে লর্ডসে সৌরভ গাঙ্গুলী এবং রাহুল দ্রাবিড়ের একসঙ্গে টেস্ট অভিষেক ঘটে। অভিষেক টেস্টে নিজের জাত চিনিয়েছিলেন। একটুর জন্য শতরান ফসকালেও ৯৫ রানের ঝকঝকে ইনিংস এসেছিল তরুণ অভিষেককারীর ব্যাটে। (ছবি:টুইটার))

1 / 5
সেই শুরু। এরপর দু দশকের বেশি সময় ধরে বিভিন্নভাবে ভারতীয় ক্রিকেটের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন ডানহাতি ব্যাটার। ব্যাট হাতে তাঁর নির্ভরতা দ্রাবিড়কে ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল বলে পরিচয় গড়ে দিয়েছিল । (ছবি: টুইটার)

সেই শুরু। এরপর দু দশকের বেশি সময় ধরে বিভিন্নভাবে ভারতীয় ক্রিকেটের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন ডানহাতি ব্যাটার। ব্যাট হাতে তাঁর নির্ভরতা দ্রাবিড়কে ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল বলে পরিচয় গড়ে দিয়েছিল । (ছবি: টুইটার)

2 / 5
কেরিয়ারে ১৬৪টি টেস্ট খেলেছেন। ৫২.৩১ গড়ে ১৩,২৮৮ রান তুলেছেন। যার মধ্যে ৩৬টি শতরান এবং ৬৩টি অর্ধশতরান রয়েছে। পাঁচবার দ্বিশতরান হাঁকিয়েছেন। (ছবি:টুইটার)

কেরিয়ারে ১৬৪টি টেস্ট খেলেছেন। ৫২.৩১ গড়ে ১৩,২৮৮ রান তুলেছেন। যার মধ্যে ৩৬টি শতরান এবং ৬৩টি অর্ধশতরান রয়েছে। পাঁচবার দ্বিশতরান হাঁকিয়েছেন। (ছবি:টুইটার)

3 / 5
এছাড়া ওয়ানডে খেলেছেন ৩৪৪টি। ৩৯.১৭ গড়ে এই ফরম্যাটে মোট রান সংখ্যা ১০৮৮৯। রয়েছে ১২টি শতরান এবং ৮৩টি অর্ধশতরান। ভারতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক টি-২০ খেলেছেন মাত্র একটি। (ছবি:টুইটার)

এছাড়া ওয়ানডে খেলেছেন ৩৪৪টি। ৩৯.১৭ গড়ে এই ফরম্যাটে মোট রান সংখ্যা ১০৮৮৯। রয়েছে ১২টি শতরান এবং ৮৩টি অর্ধশতরান। ভারতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক টি-২০ খেলেছেন মাত্র একটি। (ছবি:টুইটার)

4 / 5
বাইশ গজ থেকে অবসর নেওয়ার পর বহুদিন ধরে অনূর্ধ্ব ১৯ দল এবং ইন্ডিয়া এ টিমের কোচের দায়িত্ব সামলেছেন। দ্রাবিড়ের তত্ত্বাবধানে অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ এসেছে ভারতের ঘরে। একটা সময় ভারতীয় ক্রিকেটের সাপ্লাইলাইন হিসেবে কাজ করেছেন দ্য ওয়াল। (ছবি:টুইটার)

বাইশ গজ থেকে অবসর নেওয়ার পর বহুদিন ধরে অনূর্ধ্ব ১৯ দল এবং ইন্ডিয়া এ টিমের কোচের দায়িত্ব সামলেছেন। দ্রাবিড়ের তত্ত্বাবধানে অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ এসেছে ভারতের ঘরে। একটা সময় ভারতীয় ক্রিকেটের সাপ্লাইলাইন হিসেবে কাজ করেছেন দ্য ওয়াল। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: