AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Dravid: নির্ভরতার দেওয়াল গড়েছিলেন, আজ টেস্টে দ্রাবিড়ীয় যুগের শুভসূচনার দিন

ভারতীয় ক্রিকেটের ত্রিমূর্তির টেস্ট অভিষেকের শুভলগ্ন। বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলী। বর্তমানে তিনজন বিভিন্নভাবে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন।

| Edited By: | Updated on: Jun 20, 2022 | 6:11 PM
Share
১৯৯৬ সালে লর্ডসে সৌরভ গাঙ্গুলী এবং রাহুল দ্রাবিড়ের একসঙ্গে টেস্ট অভিষেক ঘটে। অভিষেক টেস্টে নিজের জাত চিনিয়েছিলেন। একটুর জন্য শতরান ফসকালেও ৯৫ রানের ঝকঝকে ইনিংস এসেছিল তরুণ অভিষেককারীর ব্যাটে। (ছবি:টুইটার))

১৯৯৬ সালে লর্ডসে সৌরভ গাঙ্গুলী এবং রাহুল দ্রাবিড়ের একসঙ্গে টেস্ট অভিষেক ঘটে। অভিষেক টেস্টে নিজের জাত চিনিয়েছিলেন। একটুর জন্য শতরান ফসকালেও ৯৫ রানের ঝকঝকে ইনিংস এসেছিল তরুণ অভিষেককারীর ব্যাটে। (ছবি:টুইটার))

1 / 5
সেই শুরু। এরপর দু দশকের বেশি সময় ধরে বিভিন্নভাবে ভারতীয় ক্রিকেটের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন ডানহাতি ব্যাটার। ব্যাট হাতে তাঁর নির্ভরতা দ্রাবিড়কে ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল বলে পরিচয় গড়ে দিয়েছিল । (ছবি: টুইটার)

সেই শুরু। এরপর দু দশকের বেশি সময় ধরে বিভিন্নভাবে ভারতীয় ক্রিকেটের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন ডানহাতি ব্যাটার। ব্যাট হাতে তাঁর নির্ভরতা দ্রাবিড়কে ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল বলে পরিচয় গড়ে দিয়েছিল । (ছবি: টুইটার)

2 / 5
কেরিয়ারে ১৬৪টি টেস্ট খেলেছেন। ৫২.৩১ গড়ে ১৩,২৮৮ রান তুলেছেন। যার মধ্যে ৩৬টি শতরান এবং ৬৩টি অর্ধশতরান রয়েছে। পাঁচবার দ্বিশতরান হাঁকিয়েছেন। (ছবি:টুইটার)

কেরিয়ারে ১৬৪টি টেস্ট খেলেছেন। ৫২.৩১ গড়ে ১৩,২৮৮ রান তুলেছেন। যার মধ্যে ৩৬টি শতরান এবং ৬৩টি অর্ধশতরান রয়েছে। পাঁচবার দ্বিশতরান হাঁকিয়েছেন। (ছবি:টুইটার)

3 / 5
এছাড়া ওয়ানডে খেলেছেন ৩৪৪টি। ৩৯.১৭ গড়ে এই ফরম্যাটে মোট রান সংখ্যা ১০৮৮৯। রয়েছে ১২টি শতরান এবং ৮৩টি অর্ধশতরান। ভারতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক টি-২০ খেলেছেন মাত্র একটি। (ছবি:টুইটার)

এছাড়া ওয়ানডে খেলেছেন ৩৪৪টি। ৩৯.১৭ গড়ে এই ফরম্যাটে মোট রান সংখ্যা ১০৮৮৯। রয়েছে ১২টি শতরান এবং ৮৩টি অর্ধশতরান। ভারতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক টি-২০ খেলেছেন মাত্র একটি। (ছবি:টুইটার)

4 / 5
বাইশ গজ থেকে অবসর নেওয়ার পর বহুদিন ধরে অনূর্ধ্ব ১৯ দল এবং ইন্ডিয়া এ টিমের কোচের দায়িত্ব সামলেছেন। দ্রাবিড়ের তত্ত্বাবধানে অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ এসেছে ভারতের ঘরে। একটা সময় ভারতীয় ক্রিকেটের সাপ্লাইলাইন হিসেবে কাজ করেছেন দ্য ওয়াল। (ছবি:টুইটার)

বাইশ গজ থেকে অবসর নেওয়ার পর বহুদিন ধরে অনূর্ধ্ব ১৯ দল এবং ইন্ডিয়া এ টিমের কোচের দায়িত্ব সামলেছেন। দ্রাবিড়ের তত্ত্বাবধানে অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ এসেছে ভারতের ঘরে। একটা সময় ভারতীয় ক্রিকেটের সাপ্লাইলাইন হিসেবে কাজ করেছেন দ্য ওয়াল। (ছবি:টুইটার)

5 / 5