Rinku Singh ভিডিয়ো: আজকের ‘দিনেই’ সেই মিরাকল! রিঙ্কু সিংয়ের ইনিংস মনে পড়ে?

Apr 09, 2024 | 8:41 PM

IPL 2024, KKR OTD: ভারতীয় ক্রিকেটে নতুন প্রাপ্তি রিঙ্কু সিং। সেই টার্নিং পয়েন্ট ছিল ৯ এপ্রিল। দীর্ঘদিন ধরেই কলকাতা নাইট রাইডার্সে খেলছিলেন রিঙ্কু সিং। তবে নিয়মিত সুযোগ মিলত না। গত মরসুমে তাঁর উপর ভরসা দেখিয়েছিল টিম ম্যানেজমেন্ট। অবিশ্বাস্য কিছু ইনিংস খেলেছেন। এর মধ্যে প্রথমেই থাকবে শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে ম্যাচ জেতানো। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেই অ্যাওয়ে ম্যাচে জয়ের স্বপ্ন ছেড়েই দিয়েছিল কেকেআর শিবির। এমন সময় অবিশ্বাস্য ঘটনা।

Rinku Singh ভিডিয়ো: আজকের দিনেই সেই মিরাকল! রিঙ্কু সিংয়ের ইনিংস মনে পড়ে?
Image Credit source: BCCI

Follow Us

আজকের দিনেই…। অনেক কিছুই তো ঘটে রোজ। কিছু মনে থাকে, অনেক স্মৃতিতে ধুলো জমে যায়। তবে এমন অনেক কিছুই ঘটে যা ভোলা কার্যত অসম্ভব। ক্রিকেটে এমনই একটা মিরাকল ঘটেছিল আজকের দিনেই। এক দিকে যা আনন্দের, প্রতিপক্ষর জন্য বড় শিক্ষা। এতক্ষণে নিশ্চয়ই মনে পড়ে গিয়েছে! কলকাতা নাইট রাইডার্সের অ্যাওয়ে ম্যাচ। এক বছর আগের আমেদাবাদে নীতীশ রানার সেই দৌড়…।

ভারতীয় ক্রিকেটে নতুন প্রাপ্তি রিঙ্কু সিং। সেই টার্নিং পয়েন্ট ছিল ৯ এপ্রিল। দীর্ঘদিন ধরেই কলকাতা নাইট রাইডার্সে খেলছিলেন রিঙ্কু সিং। তবে নিয়মিত সুযোগ মিলত না। গত মরসুমে তাঁর উপর ভরসা দেখিয়েছিল টিম ম্যানেজমেন্ট। অবিশ্বাস্য কিছু ইনিংস খেলেছেন। এর মধ্যে প্রথমেই থাকবে শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে ম্যাচ জেতানো। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেই অ্যাওয়ে ম্যাচে জয়ের স্বপ্ন ছেড়েই দিয়েছিল কেকেআর শিবির। এমন সময় অবিশ্বাস্য ঘটনা।

মিরাকল বারবার ঘটে না। রিঙ্কুর সেই ইনিংসও নয়। গুজরাট টাইটান্সের বাঁ হাতি পেসার যশ দয়াল দুঃস্বপ্নেও ভাবেননি এমন পরিস্থিতির সামনে পড়তে হতে পারে তাঁকে। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৯ রান। স্ট্রাইকে উমেশ যাদব। প্রথম বলেই সিঙ্গল নিয়ে স্ট্রাইক দেন রিঙ্কু সিংকে। এরপর! শেষ পাঁচটি ডেলিভারিই গ্যালারিতে ফেলেন রিঙ্কু সিং। মাত্র ২১ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস। ২০৫ রান তাড়া করে জেতে কেকেআর।

রিঙ্কুর সেই পারফরম্যান্স সকলেরই নজর কেড়েছিল। ধারাবাহিকতার পুরস্কার মেলে। ভারতীয় দলেও সুযোগ পান রিঙ্কু সিং। জাতীয় দলের হয়েও ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন। এ বারের আইপিএলে সেই অর্থে ব্যাটিং দাপট দেখানোর তেমন সুযোগ পাননি। সব কিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাকা নতুন ফিনিশার রিঙ্কু সিংয়ের। আইপিএলের বাকি ম্যাচ গুলো কেকেআরের পাশাপাশি রিঙ্কুর কাছেও ভীষণ গুরুত্বপূর্ণ।

Next Article