ICC ODI World Cup 2023: আফগানিস্তানের কাছে হেরে দলের ব্যর্থতার কথা বাবর আজমের মুখে

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 24, 2023 | 5:27 PM

Babar Azam: শুধু বোলিং নয়, ফিল্ডিংয়েও উন্নতির প্রয়োজন রয়েছে পাকিস্তানের, তাও স্বীকার করতে ভোলেননি বাবর। আফগানিস্তানের ব্যাটিং নিয়ে বাবরের বক্তব্য, "দ্বিতীয় ইনিংসে আফগান স্পিনারদের সঙ্গ দিয়েছে পিচ। ব্যাটারদের উপর কোনও বাড়তি চাপ ছিল না। " অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে স্বস্তিতে রশিদ খানরা। জয় পেয়ে আফগান অধিনায়ক হসমাতুল্লাহ শাহিদি বলেন, "জয়ের স্বাদ পেয়ে ভালো লাগছে।"

ICC ODI World Cup 2023: আফগানিস্তানের কাছে হেরে দলের ব্যর্থতার কথা বাবর আজমের মুখে
বাবর আজম

Follow Us

চেন্নাই: শত চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে ব্য়র্থ পাকিস্তান (Pakistan)। আগের ম্যাচে ভারতের (India) কাছে হার হজম করতে না করতেই ফের মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। তাও আবার পড়শি দেশ আফগানিস্তানের (Afghanistan) কাছে হারতে হয়েছে। বিশ্বকাপের মঞ্চে এই প্রথম বার আফগানদের কাছে হারল পাকিস্তান। রশিদ খানদের (Rashid Khan) বিরুদ্ধে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পাক স্কিপার বাবর আজম (Babar Azam)। কিন্তু পাকিস্তানের বোলিং নিয়ে মোটেই সন্তুষ্ট নন তিনি। আফগানিস্তানের কাছে হেরে কী বলছেন পাক অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

আফগানদের কাছে হেরে স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে পাকিস্তান শিবিরে। তবে এই পরাজয়ের পিছনে নিজেদের ব্যর্থতাকেই দায়ী করছেন পাক অধিনায়ক। ম্যাচের পর বাবরকে বলতে শোনা যায়, “বাদ বাকি সব ভালো হলেও, আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের এই বোলিং যথেষ্ট ছিল না। মাঝের ওভারে উইকেট পাইনি আমরা।” বিশ্বকাপের মঞ্চে কোনও অংশেই খামতি থাকলে চলে না, এমনটাই মনে করেন বাবর। এই প্রসঙ্গে তিনি বলেন , “বিশ্বকাপে কোনও এক জায়গায় দুর্বল হলেও চলবে না। আমদের শুরুটা ভালো হলেও, পরে সেই ফর্ম ধরে রাখতে পারিনি।”

 

শুধু বোলিং নয়, ফিল্ডিংয়েও উন্নতির প্রয়োজন রয়েছে পাকিস্তানের, তাও স্বীকার করতে ভোলেননি বাবর। আফগানিস্তানের ব্যাটিং নিয়ে বাবরের বক্তব্য, “দ্বিতীয় ইনিংসে আফগান স্পিনারদের সঙ্গ দিয়েছে পিচ। ব্যাটারদের উপর কোনও বাড়তি চাপ ছিল না। ” অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে স্বস্তিতে রশিদ খানরা। জয় পেয়ে আফগান অধিনায়ক হসমাতুল্লাহ শাহিদি বলেন, “জয়ের স্বাদ পেয়ে ভালো লাগছে।”

Next Article