করাচি: ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) স্মৃতি ফিরিয়ে আনতে চাইছে পাকিস্তান (Pakistan)। ফাইনালে ভারতকে হারিয়ে সে বার ট্রফি জিতেছিল পাকিস্তান। পাকিস্তানের কাছে ওটাই ছিল শেষ সবচেয়ে বড় সাফল্য। আর ভারত, তার পর আর কোনও আইসিসি (ICC) টুর্নামেন্টের ফাইনালে ওঠেনি।
ভারত-পাকিস্তান (India vs Pakistan) যুযুধান দেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) শুরু হচ্ছে একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। আর ওই ম্যাচে নামার আগে ওয়াঘার এ পার-ও পারে বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবশ্য বারত-পাকিস্তান দু’বার মুখোমুখি হয়েছে। দুটো ম্যাচেই জিতেছে ভারত। তবু পাকিস্তানের মনে হচ্ছে এ বার অঘটন ঘটিয়ে দিতে পারে তারা।
পাকিস্তানের পেস বোলার হাসান আলি বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাটা আমাদের কাছে একটা দারুণ মুহূর্ত ছিল। সেই তৃপ্তিটাই এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরিয়ে আনতে চাই। মানছি, ভারতের বিরুদ্ধে খেলা সব সময় চাপের। যারা ক্রিকেট দেখে না, তারাও দু’দেশের খেলা দেখতে চায়। তবু আমরা সেরাটা দিতে চাই।’
হাসানের মনে হচ্ছে দুবাইয়ের শুকনো আবহাওয়াতে স্পিনারদের হাতেই থাকবে ম্যাচের চাবিকাঠি। ‘আমরা জানি, ওখানকার কন্ডিশনে কী ভাবে বল করতে হয়। তবে স্পিনাররা বেশি কার্যকর হবে। যে কারণে সব টিমই তাদের দলে বেশি স্পিনার নিয়েছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে ভারত-পাকিস্তান দ্বৈরথ। ওই ম্যাচ নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। হাসান যাই বলুন না কেন, কুড়ি-বিশের ক্রিকেটে ভারতীয় টিমের গভীরতা ও প্রতিভা দুই-ই অনেক বেশি। বিরাটদের মতো শক্তিশালী টিমকে হারানো কঠিন।